আরতি জয় বৃষভানুকুমারি।
ঝলকত মুখশোভা উজিয়ারি।।
কপুরক বাতী রতনকে থারি।
করে লই ললিতা প্রাণপিয়ারি।।
বদন কমল সঞে করু নিছয়ারি।
সহচরিগণ করু জয়জয়কারি।।
মঙ্গল গাওত দেই করতারি।
বরিখে কুসুম সব নবিনকুমারি।।
চরণকমল নখচান্দ নেহারি।
পরমানন্দ জীবন বলিহারি।।