আরক্ত গউর কান্তি গোপাল সুদাম।
পূর্ণিমার শশি জিনি মুখ অনপাম।।
বিলোল নয়ন যেন পঙ্কজের পত্র।
সুবলিত ললিত সুন্দর সর্ব গাত্র।।
কৃষ্ণক্রীড়া কৌতুক রসে মাতোয়ার।
দিক্‌বিদিক নাহি আনন্দ অপার।।
কুন্তলে গুঞ্জার শোভা বকুলের দাম।
গোরাচনা চন্দন তিলক অনুপাম।।
রাঙ্গাধট্টী পরিধান কটিতে কিঙ্কিণী।
নানা আভরণ অঙ্গে হীরা হেম মণি।।
শ্রবণে সোনার কুঁড়ি ফুলের মঞ্জরী।
গলে বনমালা অলি ভ্রমিছে গুঞ্জরি।।
বাম করে মুরলী নূপুর বাজে পায়।
অগুরু চন্দন ফুল শোভে তার গায়।।