“আমি যাই যাই” বলি বলে তিন বোল।
কত না চুম্বন দেই কত দেই কোল।।
করে কর ধরি পিয়া শপথি দেয় মোরে।
পুনঃ দরশন লাগি কত চেষ্টা করে।।
পদ আধ যায় পিয়া চাহে উলটিয়া।
বয়ান নিরখে কত কাতর হইয়া।।
নিগূঢ় পীরিতি পিয়া করেন বহুক।
চণ্ডীদাস কহে হিয়ার ভিতরে রহুক।।