আমি মরছি প্রাণে, সবে জানে গো, কালিয়ার পিরিতের দায়।
ধাক্ধাকাইয়া জ্বলছে আনল নিবাইতে আর শক্তি নাই।।
আর যার জন্যে মন টানে গো ও সেই, সেই নাহি ফিরিয়া চায়।
আকুল কইল প্রাণে মাইল জী’তে মইলাম, হায় রে হায়।।
দুই নয়ানে বহে বারি গো ও সেই, বুক ভাইসে পাতালে যায়।
এগো, নয়নজলে গঙ্গানদী কোম্পানীয়ে জা’জ চালায়।।
আর ইয়াকুল আব্দুল ওয়াহিদ গো বলে ও সই, বৃথা কেনে আইলাম দুনিয়ায়।
এগো, রইলাম কেনে মইলাম না সই বাঁচিয়া কোনু স্বার্থ নাই।।