আমিত অবলা তাহে এত জ্বালা
বিষম হইল বড়।
নিবারিতে নারি গুমরিয়া মরি
তোমারে কহিল দড়।।
সহজে আপন বয়স যেমন
আর নহে হাম জানি।
স্বপন ভালিয়া সে রূপ কালিয়া
না রহে আপন প্রাণী।।
সই, মরণ ভাল।
সে বর নাগর মরমে পশিল
ভাবিতে হইল কাল।
কহে চণ্ডীদাসে বাশুলী আদেশে
এইত রসের কূপ।।
এক কীট হয়ে আর দেহ পায়ে
ভাবিয়ে তাহার রূপ।।