আমার মন মজরে ঐ মোহন বাঁশী রবে, দিন যামিনী বাজে বীণা আমি তার হব কবে ?
আকাশে পাতালে সত্য এক ডুরির বাঁধা, যার চিত্তে প্রেম নাই শুন্তে লাগে ধাঁধা।
কত মতে বলিরে মন উত্তর তব নাই, চোর আসি প্রবেশিলে মাণিক রবে নাই।
নব রঙী কোঠা দেখ আছে সারিসারি, কি মতে খুলিব তালা বুঝিতে না পারি।
নফ্ছ ও খফী ক্কলব্ রূহু লতিফার ধ্বনি, সত্য নামে খুলে যায় কিতাবে বাখানি।
মানুষ জনম গেল মোর অবহেলে চলে, বংশী ধ্বনি শুনি তারে ধর গিয়ে গলে।
ইছবাতের বাজারে তারে ধর বিচারিয়ে, প্রেমাবন্দ যেবা হয় ধরে তারে গিয়ে।
দীনহীন জহুরে বলে একি পরমাদ, বামনে ধরিতে চাও আকাশের চাঁদ।