আমার বন্ধু কোথায় পাই গো, সখি রসের চিকন কালা।
আর প্রাণ বন্ধের বিচ্ছেদে আমায় কইল আউলা ঝাউলা।।
হায় গো দেখলে অঙ্গ শীতল হইব খেলব প্রেমের খেলা।
আর পিরীতি বাড়াইয়া বন্ধে গো আমায় ছাড়িয়া গেলা।।
হায় গো লোকের ডরে কইনা কথা কান্দিয়া ভাঙ্গি গলা।
আয় আয় নাগরী বিনয় করি গো সখি বন্ধু আনিয়া মিলা।।
হায় গো তোমরারে করিব দান বিনা সুতার মালা।
আর ধৈর্য্য ত না মানে চিত্তে গো সখি প্রেম বিচ্ছেদের জ্বালা।
হায় গো সোনার অঙ্গ হইল মলিন ভাবিয়া জনম গেলা।
আর আবদুল ওয়াহিদে কইননি গো সখি প্রেম নয় কেউরের জুলা।।
হায় গো লোকের নিন্দা গান্দা কথা কার বা লাগে ভালা।