আপন জানি বনায়লুঁ বেশ।
বাঁধলুঁ যতনে উদাস করি কেশ।।
চন্দন তিলক দেয়লুঁ মঝু ভাল।
কণ্ঠে চঢ়ায়লুঁ মোতিমমাল।।
মৃগমদ চিত্র কয়লুঁ কুচ মাঝ।
অঙ্গহি অঙ্গ বনায়লুঁ সাজ।।
গৌরক লেহ কহনে না যায়।
বাসুদেব ঘোষে রস ওর নাহি পায়।।