আনন্দ-নীর যতনে হরি বারত
অলক তিলক নিরমাই।
কুঞ্চিত লোচনে হরিমুখ হেরইতে
থরহরি কাঁপয়ে রাই।।
দেখ সখি রাধা-মাধব-নেহ।
নাগরি বেশ বনাওত নাগর
ভাব অবশ দুহুঁ দেহ।।
কোরহি যাঁতি পুনহু হরি সাজত
পীন পয়োধর জোর।
ঘামল কর-পঙ্কজ জলে ধোয়ল
মৃগমদ-চীত-উজোর।।
মরমক বোল কহত দুহুঁ আকুল
রোধল গদগদ ভাষ।
অধর বিলোকনে ইঙ্গিতে কি কহল
না বুঝল গোবিন্দদাস।।