আনন্দের ভরে চাপায়্যা রাধারে
পুলকে পুরিল গা।
মধ্য দরিয়ায় আনি শ্যামরায়
কাঁপাইতে লাগিলা না।।
করি দিব পার কৈলুঁ অঙ্গীকার
কে জানে এমন হবে।
তিল আধ আর নাহি সহে ভার
নিচয়ে জানিলুঁ ডুবে।।
তরাসে কিশোরী দু-বাহু পসারি
ধরিল কানুর গলে।
রাধা কোলে করি রসিক মুরারি
ঝাঁপ দিয়া পড়ে জলে।।
ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া
নিভৃতনিকুঞ্জবনে।
মনে যেবা ছিল বিধি ঘটাইল
দাস জগন্নাথে ভণে।।