আধ আধ অঙ্গ মিলল রাধা কানু।
আধ-কপালে শশী আধ-ভালে ভানু।।
আধ-গলে গজ মোতি আধ বন-মালা।
আধ নব গৌর-তনু আধ চিকণ কালা।।
আধ-অঙ্গে পীতবাস আধ নীল সাড়ি।
আধ-ভুজে বলয়া আধ-ভুজে নীল চুড়ি।।
আধ-অঙ্গে হিলাহিলি ঘেরাঘেরি বাহু।
গোবিন্দ কহে চান্দ গরাসল রাহু।।
আধ আধ অঙ্গ মিলল রাধা কানু।
আধ-কপালে শশী আধ-ভালে ভানু।।
আধ-গলে গজ মোতি আধ বন-মালা।
আধ নব গৌর-তনু আধ চিকণ কালা।।
আধ-অঙ্গে পীতবাস আধ নীল সাড়ি।
আধ-ভুজে বলয়া আধ-ভুজে নীল চুড়ি।।
আধ-অঙ্গে হিলাহিলি ঘেরাঘেরি বাহু।
গোবিন্দ কহে চান্দ গরাসল রাহু।।