আজ মোয় জাএব হরি সমাগম
কত মনোরথ ভেল।
ঘর গুরুজন নিন্দ নিরূপইত
চন্দ উদয় দেল।।
চন্দা ভলি নহি তুঅ রীতি।
এহি মতি তোহে কলঙ্ক লাগল
কিছূ ন গুনহ ভীতি।।
জগত নাগরি মুখ জিতল জব
গগন গেলা হারি।
তহঁ ওঁ রাহু গরাস পড়লা
দেব তোহ কি গারি।।
এক মাস বিহি তোহি সিরিজএ
দএ সকলও বল।
দোসর দিন পুনু পুর ন রহসী
এহী পাপক ফল।।
ভন বিদ্যাপতি সুন তোয়ঁ জুবতী
ন কর চাঁদক সাতি।
দিনা সোরহ চাঁদক আইতি
তাহি পর ভলি রাতি।।