আজ মোয়ঁ জানল হরি বড় মন্দ।
বোল বদন তোর পুনিমক চন্দ।।
একে দিনে পুরিত দিনহু দিনে খীন।
তা সয়ঁ তুলনা হরি হমে দীন।।
বইসলি অধোমুখি চিতেঁ গুন দন্দ।
একে বিরহিনি হে দোসরে দহ চন্দ।।
নয়ন নীর ঢর পানি কপোল।
খনে খনে মুরুছি ভরম কত বোল।।
সখি চেতাউলি অবধিক আস।
রিপু রিতুরাজ তজ ঘন সাঁস।।