আজ পেখলু ধনি তোহারি বড়াই ।
তুয়া সম রমনি ভুবনে অরা নাই।।
কত কত রমনি কানুক সঙ্গ।
অনুখন করই তোহারি পরসঙ্গ।।
হম কহল কিছু তোহারি সম্বাদ।
চৌদিকে না হেরি তোহারি মুখ সাধ।।
তুয়া গুন কহই রমনিগন আগে।
বুঝলম নিচয় তোহারি অনুরাগে।।
ছল ছল নয়ন ভেল আন।
ভাবে ভরল রহু তোহারি ধেয়ান।।
ভণয়ে বিদ্যাপতি এহি বিচার।
আবে উচিত ধনি হরি অভিসার।।