আজ দেখিএ সখি বড় অনুমনি সনি
বদন মলিন মুখ তোরা।
মন্দ বচন তোহি কে ন কহল অছি
সে ন কহিএ কিছু মোরা।।
আজুক রয়নি সখি কঠিন বিতল অছি
কাহ্ন রভস কর মন্দা।
গুন অবগুন পহু একও না বুঝলনি
রাহু গরাসল চন্দা।।
অধর সুখাএল কেস ওঝরাএল
ঘাম তিলক বহি গেলা।
বারি বিলাসিনি কেলি ন জানথি
ভাল অরুন উড়ি গেলা।।
ভনহিঁ বিদ্যাপতি সুন বর জৌবতি
তাহি কহব কিএ বাধে।
জে কিছু পহু দেল আঁচর ঝাঁপি লেল
সখি সভ কর উপহাসে।।