আজ দেখলিসি কালি দেখলিসি
আজি কালি কত ভেদ।
সৈসবে বাপুড়ে সীমা ছাড়ল
জঊবনে বাঁধল ফেদ।।
সুন্দরি কনক কেআ মুতি গোরী।
দিনে দিনে চান্দ কলা সঞো বাঢ়লি
জউবন শোভা তোরী।।
বাল পয়োধর বদন সহোদর
অনুমানিয় অনুরাগে।
কওনে পুরুষ করেঁ পরসএ পাওল
জে তনু জিনল পরাগে।।
মন্দ হাসে বঙ্কিম কএ দরসএ
চঙ্গিম ভঁউহ বিভঙ্গে।
লাজে বেআকুলি সামুন হেরএ
আউল নয়ন তরঙ্গে।।
বিদ্যাপতি কবিবর এহু গাবএ।
নব জউবন নব কন্তা
সিবসিংহ রজা এহো রসজানএ
মধুমতি দেবী সুকন্তা।।