আজু রে নীলাচলে কনকাচল গোরা।
গোবিন্দের সঙ্গে ফাগুরঙ্গে ভেল ভোরা।।
কণ্ঠে লোহিত দোলে বকুলকি মাল।
অরুণ ভকতগণ গাওয়ে রসাল ।।
কত কত ভাব বিথারল অঙ্গ
দুনয়ন ঢুলু ঢুলু প্রেমতরঙ্গ।।
গদাধরে হেরিয়া লহু লহু হাসে।
সো নাহি সমুঝল বাসুদেব ঘোষে।।