“আজু বড় মোর শুভ দিন দিল
নিশি পোহায়ল মোর।
গদ্‌গদ্‌ হৈয়া ভাবে আবেশিয়া
সুখের নাহিক ওর।।
আজু[সে] দেখব চরণ দু’খানি
লোটায়ে পড়িব তায়।
প্রেমে কত শত প্রণাম করিব
সে দু’টি কমল-পায়।।
তবে যদুনাথ ধরি দু’টি হাত
পরশ করব মোরে।
আলিঙ্গন-রসে গদ্‌গদ্‌ হব
ও নব নাগরবরে।।
পাইয়া পরশ হইব হরষ
ভাসিব আনন্দ-জলে।”
এ সব কাহিনী কহিতে চলল
দীন চণ্ডীদাস বলে।।