আজু কি আনন্দ ভেল প্রথম মিলনে।
তিলে তিলে কত অভিলাষ উঠে মনে।।
কত না মিনতি করি ধরি ধনী পায়।
হিয়ার মাঝারে রাখি চাঁদমুখ চায়।।
অধরে অধর দিতে অবশ হইল।
রাই কোলে করি কানু অঙ্গ গড়াইল।।
নিকুঞ্জমন্দিরে কিবা শয়নমাধুরী।
নরহরি ইহা কি দেখিব আঁখি ভরি।।