আজুক প্রেম কহনে নাহি যায়।
শুতি রহল হাম শেজ বিছায়।।
রুনু ঝুনু ঝুন ঝুন নূপুর পায়।
পেখলুঁ গৌরাঙ্গ বর নটরায়।।
চঞ্চলে রাখনু অঞ্চল ছাপাই।
বিদগধ নাগর চৌদিকে চাই।।
বহু সুখ পায়লুঁ পাই গোরা রায়।
বাসুদেব কহে রস কহনে না যায়।।