আজি জখনে মোঁ রাঢ়ায়িলোঁ পাএ।
পাছেঁ ডাক দিল কালিনীমাএ।।
তার ফলেঁ মোর পরাণ পতী।
মোক ছাড়ী কাহ্নঞিঁ গেলা কতী।।
বাহুড় এ কাহ্নরূপ মুরারী।
তোঁ লাগি বিকলী রাধা গোআলী।।ধ্রু।।
সামল কোমল দেহ তোহ্মার।
কেমনে সহিবেঁ বিষের জাল।।
ধিকছুক কাহ্নাঞিঁ সে কালীনাগে।
আহ্মা না দংশিল তোহ্মার আগে।।
সহ্মাত বড় যাক তোহ্মার নেহা।
যা সমে তোহ্মার একয়ি দেহা।।
হেন চন্দ্রাবলী করে কাকুতী।
কি কারণে কাহ্ন না দেহ সম্মতী।।
দাঁতে তৃণ করি যাচোঁ কাহ্নাঞিঁ।
কপট ছাড়ী আয়িস মোর ঠাঞি।।
ভকতীদাসিক তেজহ কেহ্নে।
গাইল বড়ু চণ্ডীদাস বাসলী গণে ।।