আজি গিআছিলাম জমুনা-সিনানে
সুনগো মরম সই।
মরম কথাটি ভরম রাখিহ
আপনা বলিআ কই।।
সখি, ঘাটের নিকটে হের।
কাল জলে কাল অঙ্গ মিসাইয়া
বন্ধুয়া আছিল মোর।।
হিঙ্গুর বরণ অধর সুন্দর
কাজল বরণ আখি।
কমল বলিয়া আনিবারে গেনু
লখিতে নারিনু সখি।।
নিলবাস পরি সাতুরি সাতুরি
তাহার নিকট গেনু।
মনের ভরমে আপনার ভুজ
তাহার স্যম-অঙ্গে দিনু।।
সেই ক্ষণে হরি ভুজে ভুজে ধরি
আলিঙ্গন মাগে নিধি।
সে হেন সঙ্কটে রাহুর নিকটে
ভাগ্যে সে রাখিল বিধি।।
*নেহ কত কাল গুএ্যাইব
হেন বেবহার জার।
চণ্ডিদাস বলে জমুনা-সিনানে
একলা না জায় আর।।