আজি কেনে নাহি বাজাও বাঁশী।
অপাঙ্গ ইঙ্গিত ইষত হাসি।।
কিবা ভরসায় আইস কাছে।
না জানি মরমে কি ভাব আছে।।
পসরা ছুঁইতে করহ বাদ।
বরাকের দানী সোনায় সাধ।।
মুখের সুখেতে কহিতে চাও।
বিপরীত ইথে করিলে পাও।।
কালা হৈয়া এত রসের ভোরা।
খঞ্জন কমলে দেখিলা পারা।।
কি গুণ দেখাঞা সঘনে চাও।
হাতে কি চান্দের পরশ পাও।।
জ্ঞানদাস কহে গোপঝিয়ারি।
বলিতে পারিলে এত কি বলি।।