আছিঁলু হাম অতি মানিনি হোই।।
ভাঙ্গল নাগর নাগরি হোই।।
কি কহব রে সখি আজুক রঙ্গ।
কানু আওল তঁহি দূতিক সঙ্গ।।
বেনী বনাইয়া চাঁচর কেসে।
নাগরসেখর নাগরিবেসে।।
পহিরল হার উরজ করি ঊরে
চরনহি লেল রতননুপুরে।।
পহিলহিঁ চলইত বামপদ ঘাত।।
নাচত রতিপতি ফুলধনু হাত।।
হেরি হম সচকিত আদর কেল।
অবনত হেরি কোর পর লেল।।
সো তনু সরস পরস জব ভেল।
মানক গরব রসাতল গেল।।
নাসা পরসি রহল হম ধন্দ।
বিদ্যাপতি কহ ভাঙ্গল দন্দ।।