আঘণ মাস রাস রস-সায়র
নায়র মথুরা গেল।
পুর-রঙ্গিণিগণ পুরল মনোরথ
বৃন্দাবন বন ভেল।।
আওল পৌষ তুষার-সমীরণ
হিমকর-হিম অনিবার।
নাগরি-কোরে ভোরি রহু নাগর
করব কোন পরকার।।
মাঘে নিদাঘ কউন পতিয়ায়ব
আতপ মন্দ বিকাশ।
দিনমণি-তাপ নিশাপতি চোরল
কানু বিনু সঘন হুতাশ।।
ফাগুনে গুনিগুনি গুণমণি-গুণগণ
ফাগুয়া-খেলন রঙ্গ।
বিরহ-পয়োধি অবধি নাহি পাইয়ে
দুরতর মদন-তরঙ্গ।।
আওত চৈত চীত কত বারব
ঋতুপতি নব পরবেশ।
দারুণ মনমথ ফুল-শরে হানই
কানু রহল দুর দেশ।।
মাধবি মাস সাধ বিধি বাধল
পিককুল পঞ্চম গান।
দখিন দারুণ পবন নহি ভায়ত
ঝুরি ঝুরি না রহ পরাণ।।
জেঠহি মীঠ কহত সব রঙ্গিণি
চন্দন চান্দনি রাতি।
শীতল পবন মোহে নাহি ভাওত
দারুণ মনমথ-শাতি।।
মাস আষাঢ় গাঢ় বিরহানল
হেরি নব নীরদ পাঁতি।
নীরদ-মুরতি নয়নে যব লাগয়ে
নিঝরে ঝরয়ে দিন রাতি।।
শাঙনে সঘনে গগনে ঘন গরজন
উনমত-দাদুরি-বোল।
চমকিত দামিনি জাগয়ে কামিনি
জীবন কণ্ঠহি লোল।।
ভাদরে দর দর দারুণ দুরদিন
ঝাঁপল দিনমণি চন্দ।
শীকর নিকরে থীর নহ অন্তর
দহই মনোভব মন্দ।।
আশিন মাসে বিকশিত-পদুমিনি
সারস-হংস-নিসান।
নিরমল অম্বর হেরি সুধাকর
ঝুরি ঝুরি না রহে পরাণ।
কাতিক মাস নিরাশ কয়ল বিধি
লীলাময় রস-রাস।
নিকরুণ কান কোন পতিয়ায়ব
কহতহিঁ গোবিন্দদাস।।