আগো বড়াই পথ মাঝে তরুণ তমাল।
কিয়ে নব জলধর অঙ্গে কত সুধাকর
ভুবন করিয়া আছে আলো।।ধ্রু।।
গলে নব ফুলহার মণিময় অলঙ্কার
দামিনীর দমক ঘুচাইল।
অলক তিলক ভালে শ্রবণ যুগল মূলে
মকর কুণ্ডল দোলে ভাল।।
পরিধানে পীত ধরা চূড়া বেড়া গুঞ্জা ছড়া
তাহে আর শোভে নানা ফুল।
দেখিয়া বদন চাঁদে মদন পড়িল ফাঁদে
যুবতী কেমনে রাখে কুল।।
এত আভরণ যার কিসের অভাব তার
সে কেনে ঘাটের ঘাটোয়াল।
যদুনাথ দাসের বাণী শুন রাধা বিনোদিনী
পরিচয় পাইবে তৎকাল।।