আগো আজি বড় শুভদিন
সতন্তর ঘর ।
নিজ পতি গেছে গোঠে
নাহি কোন ডর।।
একা আমি শুয়্যা আছি
দুঃখ করি চিতে।
নূপুরের শব্দ কানে
বাজলো আচম্বিতে।।
শব্দ শুন্যা বের্যাইলাম
ধায়্যা দাঁড়ালাম নাছে।
হাতে ধরি সোধাইল বঁধু
ঘরে কেহ আছে।।
লোচন বলে কেউ নাই ঘরে
ডর করো না তুমি।
যদি কেহ আইসে যায়
সাড়া দিব আমি ।।