আওল গোকুলে নন্দকুমার।
আনন্দ কোই কহই জনি পার।।
কি কহব রে সখি রজনিক কাজ।
স্বপনহি হেরলুঁ নাগর-রাজ।।
আজু সুভ নিসি কি পোহায়নু হাম।
প্রান পিয়ারে করলু পরনাম।।
বিদ্যাপতি কহে সুন বরনারি।
ধৈরজ ধরহ তোহে মিলব মুরারি।।
আওল গোকুলে নন্দকুমার।
আনন্দ কোই কহই জনি পার।।
কি কহব রে সখি রজনিক কাজ।
স্বপনহি হেরলুঁ নাগর-রাজ।।
আজু সুভ নিসি কি পোহায়নু হাম।
প্রান পিয়ারে করলু পরনাম।।
বিদ্যাপতি কহে সুন বরনারি।
ধৈরজ ধরহ তোহে মিলব মুরারি।।