আওত পবন মলয়গিরি হোতহি
চলত গরল করি সঙ্গে।
পুরুষ কোকিলবর গাওত সুমধুর
মাতি খেলত এহি রঙ্গে।।
সজনি বিরহিণীকো বধ লাগি।
প্রকাশ করই সব একঠাম হোয়হি
দ্বিগুণ দুখ তহি জাগি।।
ষট্‌পদগণ মাতি ঝঙ্কার করয়ে অতি
মঝু মন বিন্ধই তাই।
বিরস করই তাহে চেতন নাহিক রহে
বহু দুখে চেতন পাই।।
বসু রামানন্দ কহ ক্ষণ এক থির রহ
সব ভাব সমুঝলুঁ হাম।
যো তুয়া হিয়ঁ মাহা সকল হইবে তাহা
সুলভে পুরায়ব কাম।।