আএল ঋতুপতি রাজ বসন্ত।
ধাওল অলিকুল মাধবি পন্থ।।
দিনকর কিরণ ভেল পৌগণ্ড।
কেসর কুসুম ধএল হেমদণ্ড।।
নৃপ আসন নব পীঠল পাত।
কাঞ্চন কুসুম ছত্র ধরু মাথ।।
মৌলি রসাল মুকুল ভেল তায়।
সমুখ হি কোকিল পঞ্চম গায়।।
সিখিকুল নাচত অলিকুল জন্ত্র।
দ্বিজকুল আন পঢ় আসিখ মন্ত্র।।
চন্দ্রাতপ উড়ে কুসুম পরাগ।
মলয়পবন সহ ভেল অনুরাগ।।
কুন্দবল্লী তরু ধএল নিসান।
পাটল তূন অসোক দল বান।।
কিংসুক লবঙ্গলতা এক সঙ্গ।
হেরি সিসির রিতু আগে দল ভঙ্গ।।
সৈন সাজল মধুমখিকা কুল।
সিসিরক সবহু কএল নিরমূল।।
উধারল সরসিজ পাওল প্রান।
নিজ নব দলে করু আসন দান।।
নব বৃন্দাবন রাজ বিহার।
বিদ্যাপতি কহ সময়ক সার।।