অরুণ উদয় ভেল নিশি অবসান।
কপোত শারিকা শুক সুমধুর গান।।
জয় রাধে জয় রাধে জয় রাধাকান্ত।
জাগহে রসিকবর রাধিকা প্রাণনাথ।।
মাগে তোহারি দরশন ব্রজ লোক।
চাঁদ মুখ দরশনে দূরে দুঃখ শোক।।
জাগল সখী সব বোলে মন্দ মন্দ।
চরণ সেবন করু ভাগবতানন্দ।।
অরুণ উদয় ভেল নিশি অবসান।
কপোত শারিকা শুক সুমধুর গান।।
জয় রাধে জয় রাধে জয় রাধাকান্ত।
জাগহে রসিকবর রাধিকা প্রাণনাথ।।
মাগে তোহারি দরশন ব্রজ লোক।
চাঁদ মুখ দরশনে দূরে দুঃখ শোক।।
জাগল সখী সব বোলে মন্দ মন্দ।
চরণ সেবন করু ভাগবতানন্দ।।