অবহি তুঁহু সুমনি ফেরি কাহে পুছসি
কি বুঝি রিঝলি শুনি নাম।
পুলকে পুষ্ঠ তনু নষ্ট ধৈর্য্য ধন
স্পষ্ট বুঝাওল কাম।।
সহচরী বোলে দোলে সব তনু মন
ভাব গোপত করি রাই।
কহে কাহে ঝুটমুট মোহে দোষসি সখি
পুছ না অতনুক ঠাঁই।।
নিজ জন হোই কাম তুয়া ঐছন
অলপে উঠায়সি বাদ।
নীলকণ্ঠ কহে কি তুঁহু ছাপায়বি
সতি তুয়া অন্তর সাধ।।