অবলা কি গুণ জানি ধরে।
রসিক মুকুটমণি নাগর হইয়া গো
এত না আদর কেন করে।।
মোর অঙ্গরসে লালস হইয়া বৈসে
বন্ধুয়া বোলয়ে জিলুঁ জিলুঁ ।
বুঝি অনুগত জনে ভাবিয়া লইনু মনে
বন্ধুরে আপনা দিলুঁ দিলুঁ ।।
আউলাইয়া কুন্তলভার বেশ করে বারে বার
বসন পরায় কুতূহলে।
বসাইয়া আপন কোরে নূপুর পরান মোরে
চরণ পরশে করতলে।।
বন্ধুয়া বোলয়ে ধনি কালিয়া কস্তূরিখানি
ও রাঙ্গা চরণতলে মাখি।
সখীর সমাজে তোর ঘোষণা রহুক বায়
নিগূঢ় প্রেম তার সাখি।।
বিদগধ শ্যাম রায় বসনে করেন বায়
আপনে যোগান গুয়া পান।
গোবিন্দদাসের বাণী শুন রাধা ঠাকুরাণী
তেই তুমি শ্যামের পরাণ।।