অবনিক মাঝে দেখ দোন ভাই।
অপরূপ রূপ গোরাচাঁদ নিতাই।।
হেমপদ্ম জিনি দুহুঁ মুখছটা।
তাহে পরকাশল প্রেম-ঘটা।।
ঘন চন্দন দুহুঁ অঙ্গ ভরি।
ভুজযুগ তুলি দুহুঁ বোলে হরি হরি।।
নাম-সংকীর্ত্তন করিলা প্রকাশ।
গুণ গাওয়ে বৃন্দাবন দাস।।
অবনিক মাঝে দেখ দোন ভাই।
অপরূপ রূপ গোরাচাঁদ নিতাই।।
হেমপদ্ম জিনি দুহুঁ মুখছটা।
তাহে পরকাশল প্রেম-ঘটা।।
ঘন চন্দন দুহুঁ অঙ্গ ভরি।
ভুজযুগ তুলি দুহুঁ বোলে হরি হরি।।
নাম-সংকীর্ত্তন করিলা প্রকাশ।
গুণ গাওয়ে বৃন্দাবন দাস।।