অবনত আনন আচরে গোই।
আকুল অমল কমল যোই।।
আন্ধক অধিক আপনা খোই।
অনিমিখ নয়ন অনবরত রোই।।
অঘরিপু অছ অনুরাগিনি নারি।
অবহু অপেখ অবধি তোহারি।।
অনুপম অভরণ অঙ্গে নাহি ধরই।
অলকত অঞ্জন অন্তর জরই।।
অকপট আলিঙ্গন থোরি।
অবনিক অঙ্গে অনঙ্গ রুগোরি।।
অহহ অতি অবনায়িতা গাত।
অমরবয়নি লে অনত উদিয়াত।।
অম্বুজ অমধু অনল জনু মানই।
গোবিন্দদাস এ হেন রস ভনই।।