অপনা মন্দির বৈসলি অছলহু
ঘর নহি দে সর কেবা।
তহিখনে পহিলা পাহুন আএল
বরিসএ লাগল দেবা।।
কে জান কি বোলতি পিসুন পরৌসিনি
বচনক ভেল অবকাসে।।
ঘর অন্ধার নিরন্তর ধারা
দিবসহি রজনী ভানে।
কওনক কহব হম কে পতিআএত
জগত বিদিত পচবানে।।
( শ্রীখগেন্দ্র নাথ মিত্র ও শ্রীবিমানবিহারী মজুমদার সম্পাদিত ” বিদ্যাপতির পদাবলী ” বইটিতে পাঠান্তর পাওয়া গেছে )
অপনা মন্দির বেসলি অছলিহু
ঘর নহি দোসর কেবা
তহিখনে পহিআ পাহোন আএল
বরিসএ লাগল দেবা।।
কে জান কি বোলতি পিসুন পরৌসিনি
বচনক ভেল অবকাসে।
ঘর অন্ধারা নিরন্তর ধারা
দিবসহি রজনী ভানে।
কঞোনক কহব হমে কে পতিআএত
জগত বিদিত পঞ্চবাণে।।
ভনই বিদ্যাপতীত্যাদি