অঙ্গ পুলকিত মরম সহিত
অঝরে নয়ন ঝরে।
বুঝি অনুমানি কালা রূপ খানি
তোমারে করিয়া ভোরে।।
দেখি নানা দশা অঙ্গ যে বিবশা
না হত এমন ভারে।
সে বর নাগর গুণের সাগর
কিবা না করিতে পারে।।
শুন শুন রাই কহি তব ঠাঁই
ভাল না দেখি যে তোরে।
সতী কুলবতী তুয়া যে খেয়াতি
আছয় গোকুলপুরে।।
ইহাতে এখন দেখি যে কেমন
নাহি লাজ গুরুতরে।
কহে চণ্ডীদাসে শ্যাম নবরসে
বুঝিলে বুঝিতে নারে।।