অঘ্রাণে নৌতুন ধান্য জগতে বিলাসে।
সর্ব সুখ ঘরে প্রভু কি কাজ সন্ন্যাসে।।
পাট নেত ভোটে প্রভু শয়ন কম্বলে।
সুখে নিদ্রা যাও তুমি আমি পদতলে।।
ও গৌরাঙ্গ প্রভু হে তোমার সর্বজীবে দয়া।
বিষ্ণুপ্রিয়া মাগে রাঙ্গা চরণের ছায়া।।
অঘ্রাণে নৌতুন ধান্য জগতে বিলাসে।
সর্ব সুখ ঘরে প্রভু কি কাজ সন্ন্যাসে।।
পাট নেত ভোটে প্রভু শয়ন কম্বলে।
সুখে নিদ্রা যাও তুমি আমি পদতলে।।
ও গৌরাঙ্গ প্রভু হে তোমার সর্বজীবে দয়া।
বিষ্ণুপ্রিয়া মাগে রাঙ্গা চরণের ছায়া।।