রাধিকাধিকবিশুদ্ধমানসা কামিকৃষ্ণকরতঃ কথঞ্চনঃ।।
প্রাপ্য বুদ্ধিবিভবন্ময়া সহ ত্রাণমেণনয়নাদতা গৃহং ।।
সাভিমন্যুজননীতি বৃদ্ধয়া ভাষিতং হৃদি নিধায় রাধিকাং ।।
বিক্রয়ায় দধিতক্রসর্প্লিষাং গন্তুমেব মথুরাং ন্যবারয়ত ।।
তন্নিশম্য জরতী স রাধিকা তক্রবিক্রয়নিষেদকম্ম চঃ ।।
সংবিহায় মথুরাপুরীগতিং সা চিরস্যবসতৌ তদাবসৎ ।। ৩

১৪৮ – রাধাক না পাআঁ মো বেআকুল

রাধারিতরসনওস্তমনাঃ কৃষ্ণো মনাগপি।
গতিমাতন্য নু কাপি জগাদ জরতীঞ্চিরাৎ ।।

রাধাক না পাআঁ মো বেআকুল মনে। রাতি দিন নিন্দ না আইসে তাহার কারণে ।। ১
উনমত ভৈলোঁ বড়ায়ি রাধার বিরহে। তার দরশন বিণি প্রাণ না রহে ।। ২
আইহনের রাণী রাধা বড় আছিদরী। বোলেঁচালেঁ তোর থান আণিতেঁ না পারী ।। ৩
আপণেয়ি কিছু বোল বুদ্ধি পরকার।
সেহি মতেঁ করিবোঁ তোহ্মার উপকার ।। ৪
আহ্মা হেতু রাধিকারে বুলিহ কপটে। দধি দুধ বিচি নিআঁ মথুরার হাটে।। ৫
এবার তোহ্মাক লআঁ যাইব আন পথে। তবেঁ না পড়িব রাধা কাহ্নাঞিঁর হাথে ।। ৬
তোহ্মার বচন মোর লাগিল হৃদয়ে। উপসন্ন হৈল হের বরিষা সমএ ।। ৭
আহ্মে রাধা লআঁ যাইব মতুরার হাটে। নাঅ লআঁ থাক তোহ্মে যমুনার ঘাটে।। ৮
তোহ্মার বচনে আহ্মে হরষিত মনে। নাঅ বান্ধিতেঁ গিআঁ করিঊ যতনে ।। ৯
গাছ চাহিতেঁ আহ্মে জাইএ বৃন্দাবনে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে ।। ১0
মালবরাগঃ ।। রূপকং।

১৪৯ – কাঠকাটিল গিআঁ বিবিধ বিধানে

কাঠকাটিল গিআঁ বিবিধ বিধানে। শুভক্ষণ বুঝি কৈল দাণ্ডার পাতনে।। ১
চারি পাট চিরী নাঅ দিল যোখ মাপে। তাত গুঢ়া যোড়ী দিল তৌলঝাঁপে ।। ২
ঘলা পাড়ী সুরগুঠি দিল সব নাএ। তবেঁ নাম্বায়িল লআঁ মাঝযমুনাএ ।। ৩
নাঅ গঢ়ায়িল কাহ্নাঞিঁ গুণিআঁ হৃদয়ে।
দঈ ছাড়ী তীন জন জাত নাহিঁ জাএ ।। ৪
হৃদয়ে ভাবিআঁ কাহ্নাঞিঁ যুগতি বিশেষে। আর এক বড় নাঅ গঢ়িল হরিষে ।। ৫
জলের ভিতরে তার থুয়িল ডুবায়িআঁ। পাছে ঘাটের নিকট গেলা নাঅ লআঁ ।। ৬
রাধার পন্থ নেহালিআঁ রহিল কাহ্নাঞিঁ। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীআই।। ৭

রামগিরীরাগঃ।। একতালী ।। দণ্ডকং

১৫0 – যে বোল তোরে বোলোঁ মোএঁ

মথুরাং মথুরাং নেতুং জরতী করটে পটুঃ ।
কৃষ্ণস্য বচসা প্রাহ শীঘ্রং রাধামিদং বচঃ ।।

যে বোল তোরে বোলোঁ মোএঁ রাধা ল তাত না করিহ আন।
অহিত না বোলোঁ মোএঁ রাধা ল এহা সরূপেঁসি জাণ ।।১
চিরদিন মথুরাক না জাহা ল কেহ্নে নঠ কর দহী ।।ধ্রু
গোআলজরম আহ্মে শুণ দধি দুধে উতপতী ।
এবেঁ তাক উপেখহ কেহ্নে তোর ভৈল কি কুমতী ।। ২
আনাহ সকল সখিজন মেলী করিঊ যুগতী ।
তবেঁ মথুরাক জাইএ সহ্মে হআঁ একমতী।। ৩
পসার সাজিঊ দধি দুধে সেসি জীবার উপাএ ।
বাসলীচরণ শিরে বন্দী রাধা ল বড়ু চণ্ডীদাস গাএ ।।৪
দেশাগরাগঃ ।। লঘুশেখরঃ ।।

১৫১ – আর বার জাইতেঁ মথুরার হাটে

আর বার জাইতেঁ মথুরার হাটে। লাগ পাইল কাহ্নাঞিঁ যেহেন খাঁটে ।।
দধি দুধ খাআঁ মোর ভাঁগিলেক ভাণ্ডে। খন্ধ নঠ করে যেহ্ন উদাওঁ সাণ্ডে।। ১
হেন না বুলিহ আহ্মার থানে। বাটে দুরুজন পাইব কাহ্নে।। ধ্রু
ঘোল দুধে মোর দিলেক পাণী । আর দুরাখর বুইলেক বাণী ।।
কাঞ্চুলী ভাঁগিল আহ্মার। আকুল কইলে কুন্তলভার ।। ২
হার নিল মোর ভাঁগি বলয়া। কুণ্ডল নিলেক আঅর বলয়া।।
যেহেন চরিত দেখিলোঁ তারে। তোর প্রসাদেঁ আর জীলোঁ একবারে ।। ৩
কেহেন চরিত বড়ায়ি তোরে। মথুরা যাইবাক বোলসি মোরে ।।
তার নামে মোক লাগিল তরাস। বালসী শিরে বন্দী গাইল চণ্ডীদাস।। ৪
শৌরীরাগঃ ।। রুপকং ।।

১৫২ – কুবুধি তেজিআঁ চল মথুরার হাটে

কুবুধি তেজিআঁ চল মথুরার হাটে। এবার তোহ্মারে আহ্মে নিব আন বাটে।। ১
কোণ বাটে আহ্মা লআঁ তোহ্মে কহ মোর ঠায়ি ।। ২
যমুনার ঘাট জায়িতেঁ আছে পথ দুঈ। সে পথে না জায়িব যাত দাণী কাহ্নাঞিঁ ।। ৩
ভরিল যমুনাত কেমনে হইব পার। সরূপ করিআঁ কহ তার পরকার ।। ৪
এবেঁ রাজা যমুনাত পাতিআছে নাএ। তাত পার হআঁ লোক সুখেঁ হাট জাএ।। ৫
ও কুলত গেলেঁ যদি নাগ পাএ কাহ্নে। তবেঁ তার হাথে এড়ায়িব কেনমনে।। ৬
ও কুলে কভোঁ রাধা না দেখিল কাহ্নে। তথাঁ তার আধিকার নাহিঁ মাহাদানে ।। ৭
হাট জায়িতেঁ নিষধিল সাসুড়ী আইহনে। তার আনুমতী বিণি জাইব কেনমনে ।। ৮
ভাল বুইলেঁ রাধা লাগিল মোর মনে। আইস জাই তোর সামী সাসুড়ীর থানে ।। ৯
তবেঁ তার থান গিআ বুইল সত্বরে। কি কারণে দধি দুধ নঠ কর ঘরে।। ১0
হেনক কুমতীএঁ হয়িবেঁ ভিখারী। বুঝি রাধিকা পাঠাহ মথুরা নগরী।। ১১
হেনমতেঁ নানা পরকার করিআঁ। রুঢ়ি দিল রাধিকারে আনুমতী লআঁ।। ১২
আনুমতী লআঁ রাধা চলিলী হরিষে। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ।।১৩
পাহাড়ীআরাগঃ ।। লঘুশেখরঃ ।। লগনী ।।

১৫৩ – সোনার চুপড়ী রাধা রুপার ঘড়ী

সোনার চুপড়ী রাধা রুপার ঘড়ী। নেতের আঞ্চল তাত দিআঁ ওহাড়ী ।।
সুন্ধি কেতকী সম সজাইআঁ দহী। আনাইআঁ যানাইল সব গোআলিনী সহী ।। ১
চলিলী গোআলার ঝী দধি বিকে জাএ। সর্ব্বাঙ্গে সুন্দরি রাধা কে না বাহুড়াএ ।। ধ্রু
শেষ পহর রাতী কুয়িলী কাঢ়ে রাএ। তভোঁহো চিআইতে আজী না নাগিল গাএ।
দধি বিকে জা আজি মথুরার রাজ। তবেঁ পুইছে কেহ্নে এতেক বেআজ।।২
ঘৃত দধি দুধে সাজিআঁ মিলচুকা। সোবন বাহুঠী পহ্রী রুপসী রাধিকা ।।
চলিতেঁ চঞ্চল বাজে পাএর নূপুর। দধি বিকে জাএ রাধা মথুরাপুর ।। ৩
সাসুড়ী সামির থানে আনুমতী পাআঁ। আতি উল্লসিতমতী সব সখি লআঁ ।।
যুগতি করিআঁ তবেঁ করিল গমন। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ।। ৪
গুজ্জরীরাগঃ ।। লঘুশেখরঃ ।।

১৫৪ – আগু জাএ বড়ায়ি হাথত করী লড়ী

আগু জাএ বড়ায়ি হাথত করী লড়ী। পাছে গোআলিনী নৈল দধির চুপড়ী ।।
ধিরে ধিরে যাএ বড়ায়ি যমুনার ঘাটে। যাত কাহ্ন মাহাদানী তেজিআঁ সে বাটে।। ১
সব গোআলিনী যাএ বড়ায়ির সঙ্গে। লাস হাস পরিহাস করি নানা রঙ্গে ।। ধ্রু
ষোল শত গোপীজন করি কোলাহল। জায়িতেঁ হরষিত মণে গায়িতেঁ মঙ্গল ।।
বড়ায়ির মুখ চাহি সব সখি গোআলিনী ।
মথুরা লড়িলী বড়ায়ি হআঁ আগুআনী।। ২
কথো খনে গিআঁ যমুনার ঘাট পাইল। সহ্মেই যমুনাঘাটে পসার নাম্বায়িল ।।
সহ্মাঞিঁ যুগত করি পুছিল বড়ায়ি। পারকর মথুরাক ঘাটোআল কহী ।। ৩
বুলিতেঁ লাগিনী বড়ায়ি শুন ল নাতিনী। হোর আছে ঘাটোআল লআঁ নাঅখানী ।।
ডাক দেহ চন্দ্রাবলী চিত্তের হরিষে। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে।। ৪
রামগিরীরাগঃ ।। রূপকং ।।

১৫৫ – দধির চুপড়ী যমুনার তীরে

দধির চুপড়ী যমুনার তীরে থুয়িআঁ। ডাক পাড়ে গোআলিনী চারি পাস চাহিআঁ।।
বিহাণ আইলাহোঁ এথাঁ বেলা আপার। কত খনে যাইব আহ্মে মথুরার পার।। ১
ঘাটের ঘাটিআল কহি গেল সে। দধির চুপড়ী মোর পার করি দে।। ধ্রু
নাএর আন্তের গেলী চন্দ্রাবলী রাহী। তার পাছে আর যত গোআলিনী সহী।।
কথো দুর গিআঁ দেখিএ একখানী নাএ। সত্বর হয়িআঁ রাহী তার পাস যাএ।। ২
তার থান গিআঁ বোলে রাধা গোআলিনী। কেহ্নমনে পার হয়িব ছোট নাঅখানী।।
একেঁ একেঁ পার হআঁ যাইব মথুরা। সহ্মাই চঢ়িলেঁ নাঅ না সহিব ভরা।।৩
শুন ঘাটিআল নাঅ চাপায়িআঁ ঘাটে। সহ্মাপার কর যাইঊ মথুরার হাটে ।।
রাধার বচন শুণী ঘাটিআল হাসে। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ।। ৪
পাহাড়ীরাগঃ ।। ক্রীড়া ।।

১৫৬ – বোলেন্ত কাহ্নাঞিঁ নাঅ কুলত

বোলেন্ত কাহ্নাঞিঁ নাঅ কুলত চাপাআঁ।
আইস সব গোআলিনী নাএ চড়সিআঁ ।। ১
যমুনা দেখিআঁ মনে ডরায়িলী রাহী। বুইল পার কর আগু মোর সব সহী ।। ২
পাঞ্চ গুটী পাট নাঅ গঢ়ন আহ্মার। একেঁ একেঁ সব সখি করি তোর পার।। ৩
দধি দুধ লআঁ যাব মথুরা নগর। সাবধানে সব সখি ঝাঁট পার কর।। ৪
রাধার বচনে কাহ্নাঞিঁ হরষিত মনে। ঝাঁট পার করায়িল সব সখিগণে ।। ৫
সঙ্গে বড়ায়ি করী বোলে গোআলিনী। ঝাঁট পার কর বড়ায়ি খর বড় পাণী ।। ৬
তীন ভরা না সহে নাখানী আহ্মার। কেনমনে বড়ায়ি লআঁ রাধা হৈবেঁ পার ।। ৭
এ বচন শুণী রাধা মন কৈল সার। বুইল ঘাটিআল আগু বড়ায়ি কর পার ।। ৮
নাঅত চড়িল যবেঁ একলী বড়ায়ি । মনের উল্লাসে পার করিল কাহ্নাঞিঁ।। ৯
পাছে পার হয়িতেঁ রাধিকারে বড় ডর। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর ।। ১0
পাহাড়ীরাগঃ ।। প্রকীণ্ণক লগনী।। লঘুশেখর ।।

১৫৭ – ঘাটে মাহাদানী ল কাহ্নাঞিঁ

যমুনানীরপুরস্য তরৌ ভরনিরীক্ষণাৎ।
রাধে পুরুদরব্যগ্রৎ ভব মা করু মে বচঃ ।।

ঘাটে মাহাদানী ল কাহ্নাঞিঁ তোহ্মার কারণে।
পার হঅ নাএ রাধা ল সুঝি মোর মাহাদানে ।। ১
নাএ চড় রাধা ল নাএ না কর ডর। আহ্মে কাণ্ঢারী শ্রীগদাধর ।। ধ্রু
সহ্মা পার কৈলোঁ রাধা তোহ্মার আশে। হাসিআঁ বৈস রাধা আহ্মার পাশে ।।২
তোহ্মার আন্তরে রাধা পাতিলোঁ না। কাহ্নাঞিঁ প্রবোধিআঁ হাটক যা ।। ৩
মথুরা যাইবাক রাধা কি তোর আশে। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে।। ৪
দেশাগরাগঃ ।। ক্রীড়া ।।

নিশম্য কৃষ্ণবচনং রাধা দরভয়াতুরা।
বিললাপ চ সা কিঞ্চিদূচে চ মধুসূদনং ।।

১৫৮ – মোএঁ যবেঁ জাণো কাহ্নাঞিঁ

মোএঁ যবেঁ জাণো কাহ্নাঞিঁ ঘাটে মাহাদানী।
বড়ায়িক ছাড়ী কেহ্নে হৈবোঁ একাকিনী।।
কেহ্নে সব সখিজন আগু কৈলোঁ পার। কাল হআঁ গেল মোর যৌবনভার ।। ১
কি ভৈল কি ভৈল বিধি যমুনার ঘাটে। কেহ্নে মন কৈলোঁ জাইতেঁ মথুরার হাটে।। ধ্রু
আবথা করিল মোর যে জগন্নাথে। পুনরপি পড়িলাহোঁ তাহার হাথে।।
এহা পথে আসি মোএঁ হারায়িলোঁ বুধী।
আনাথী গোআলী মোক রক্ষা করু বিধী।।২
পুরুব জরমে কৈল করমের ফলে। জরম লভিল আহ্মে গোআলার কুলে।।
তেঁসি দধি বিকে জায়িতেঁ মথুরার হাটে।
দুরুজন কাহ্নাঞিঁ সুন এবেঁ পাড়ে বাটে।।৩
কর যোড়ী বোলোঁ এবেঁ শুন দামোদর। জাইবোঁ বড়ায়ির সঙ্গে ঝাঁট পার কর।।
এড়ি যাএ মোকে কাহ্নাঞিঁ সব সখিজন। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ ।।৪
কোড়ারাগঃ ।। রূপকং ।।

১৫৯ – পাঞ্চ পাটে নাখানী আহ্মার

পাঞ্চ পাটে নাখানী আহ্মার। আপণেই ধরিলোঁ কাঁঢ়ার।।
ভরা দিআঁ দধির পসার। যাইতেঁ চাহ যমুনার পার ।।১
হের সুন বচন আহ্মার। বিণি কড়ীএঁ না করোঁ মো পার।।ধ্রু
তোর বোলেঁ সব সখিজনে। পার কইলোঁ হআঁ সাবধানে।।
যবেঁ তোহ্মা করিবোঁ মো পার। বান্ধ দেহ সাতেসরী হার।।২
দেখিআঁ তোহ্মার মুখচান্দে। যমুনাত পাতিলোঁ মো ফান্দে।।
এবেঁ বোল সরস বচনে। তবেঁ পার করিবোঁ এখণে ।। ৩
তোহ্মাত মজিল মোর মনে। ভিড়ি দেহ আলিঙ্গন দানে।।
তাত মোর বড় পাতিআশে। গাইল বড়ু চণ্ডীদাসে।। ৪
বেলাবলীরাগঃ।। লঘুশেখর।।

১৬০ – নাঅ বাহিআঁ যমুনাজল

নাঅ বাহিআঁ যমুনাজল বিশাল এ।
সরস বচন করি মান শৃঙ্গার বচন আহ্মার পাল এ ।। ১
ঘাটে ঘাঠিআল তেজ নাগরাল কিসক করহ কচালে ।
পার কর মোর দধির পসার মথুরা যাইব সকালে।।২
পুন্য নদী কূলে পাপ ঘোসসী এ তোর কমণ আচার এ।
পরার তিরীক করসি পরিহাস না জাণ ধর্ম্ম বিচার এ ।। ৩
মদন বাণে দেহ বিদগধ কি মোর নদী কূল য়ে।
পাপ পুন্য রাধা দুই না মানিআঁ ধরিবোঁ তোহ্মাক বলে।।৪
ধরিবি বহলে মরিবোঁ হেলে ঝাঁপ দিআঁ যমুনাএ য়ে।
বাত বরুণ সুরুজ সাখি এ বধ দিবোঁ তোহ্মায়ে এ ।।৫
কেলি করিতেঁ পরিহাস মরণ ইছসি এ তোর কমণ বেভার এ ।
উচিত দান ঘাট দেহ ল রাধা করিবোঁ যমুনাত পার এ।। ৬
এতেক সখিজন পার কইলোঁ কৌড়ী নীলেঁ তাহার য়ে।
আহ্মার থানত দান চাহসি নিলজ বাপ তোহ্মার এ ।।৭
সহ্মার বন্ধক রাখিলোঁ তোহ্মাক পুরহ আহ্মার আস এ।
বাসলীচরণ শিরে বন্দিআঁ গাইল বড়ু চণ্ডীদাস এ ।।৮
পাহাড়ীআরাগঃ।। ক্রীড়া ।।

১৬১ – প্রথম যৌবন সামী গেলা তুলে

প্রথম যৌবন সামী গেলা তুলে ধরী। মুদিত ভাণ্ডারে কাহ্নাঞিঁ না সাম্বাএ চুরী।।
ধরম দেখিআঁ কর যমুনাত পার। তোহ্মা প্রতি যোগ নহে যৌবন আহ্মার।। ১
পথে বল না কর নিলজ বনমালী। মো কিছু না জাণো শিশু আবালী গোআলী।। ধ্রু
ঘৃত দধি দুধ মোর ঘোলের পসার। সব নঠ হএ কাহ্নাঞিঁ ঝাঁট কর পার।।
নাহিঁ চিহ্ন আহ্মা তোহ্মে আইহনের রাণী।
কালি ছিলা রাখোআল আজি মাহাদাণী।। ২
ও কুলে মথুরা মাঝে যমুনার নদী। ও আরিতেঁ পার হআঁ বিকণিবোঁ দধী।।
ঘাটের ঘাটিআল মোরে ঝাঁট কর পার। তোর মায় যশোদার ননন্দ আহ্মার।। ৩
তোহ্মে তো ভাগিনা আহ্মে তোহ্মার মাঊলানী।
পাপ বচন কেহ্নে বোল চক্রপাণী।।
এড়িআঁ বিবুধি তোহ্মে থীর কর মন। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ।। ৪
দেশাগরাগঃ ।। একাতালী ।।
১৬২ – অদভুত লাগে তোর সুণিআঁ
অদভুত লাগে তোর সুণিআঁ বচন। কিসের মুদিত রাধা তোহ্মার যৌবন।।
পুরুবে তোহ্মাক আহ্মে পাআঁ বৃন্দাবনে। রতি উপভোগ কৈল বিসারিলেঁ কেহ্নে ।।১
মো কিছু না জাণো কেহ্নে বোলসি গোআলী।
বড়ায়ি ভালে জানে তোর প্রিয় বনমালী ।।ধ্রু
ঘৃত দধি দুধ তোর করিবোঁ পার। সব আভরণগণ দিবোঁ মো তোহ্মার।।
সব জন জাণিলেক তোর মোর মেলা। এবেঁ কেহ্নে শশিমুখী কর মোরে হেলা।। ২
না বোল সম্বন্ধ রাধা আহ্মার আগে। রতির উপসন্ন আহ্মে তোর ভাগে।।
ঘাটে ঘাটিআল আহ্মে তোহ্মার কারণে। কিসেরে বঞ্চহ রাধা প্রথম যৌবনে।।৩
নাএ চড়সিআঁ রাধা তেজিআঁ কুমতী। মাঝ যমুনাত হঊ তোর মোর রতী।।
চিরকাল আছো এথাঁ তোর পতিআশে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ।।৪
রামগিরীরাগঃ ।। রূপকং ।।

১৬৩ – কি মোর ঝগড় পাত যমুনার

কি মোর ঝগড় পাত যমুনার ঘাটে। জাইবোঁ ঝাঁট মথুরার হাটে।।
মতি খাআঁ মোরে তোএঁ করসি…। বাপেঁ মাএঁ দিবোঁ তোরে গালী ।। ১
নিলজ কাহ্নাঞিঁ তোর বাপে নাহিঁ লাজ। মাঊলানীক বোলহ হেন কাজ।। ধ্রু
গরু রাখি তোর কাহ্ন গেলির জরমে। তেঁসি তোর এ সব করমে।।
এবেঁ যমুনার ঘাটে ভৈলা মাহাদাণী। দান ছলেঁ বোল পাপ বাণী।। ২
সব সখিজন মোর করি তোহ্মে পারে। বলে ধরিবাক চাহ মোরে।।
তিরীবধ দিবোঁ মোএঁ তোহ্মাতে উপরে। ঝাঁপ দিআঁ যমুনার জলে।।৩
পাপ তেজ কাহ্ন মোক কর পার। এথাঁ আছে সংহতী আহ্মার ।।
আর না বুলিহ কাহ্নাঞিঁ হেন পরিহাসে। গাইল বড়ু চণ্ডীদাসে।। ৪
দেশাগরাগঃ ।। রূপকং ।।

১৬৪ – মনত হরিষ কর ঈষত হাসিআঁ

মনত হরিষ কর ঈষত হাসিআঁ। আপন ইছাএ রাধা নাএ চড়সিআঁ।।
মাঝ নাঅত রাধা ওলাহ পসার। পার কইলেঁ কৌড়ী লইব তোহ্মার।।১
আহ্মার বচন রাধা না করহ আন। আপণে কাণ্ঢার ধরিল দেব কাহ্ন ।। ধ্রু
আহুঠ হাথ নাঅখানী তোর পাঁচ পাটে। আনেক যতনে আণি চাপাইল ঘাটে।
ধিরেঁ ধিরেঁ কাহ্নাঞিঁ মো আইলোঁ নিকটে।
নিহুড়িআঁ চাহোঁ পাণি লইছে মোকটে।। ২
ডরে মোর কাহ্নাঞিঁ শরীর কাম্পএ। সাধ নাহিঁ পার হয়িতেঁ হেন ভাঙ্গা নাএ।। ধ্রু
আবুধ গোআলিনী না বুঝসি কাজ। এহি নাএ পার করোঁ সকল রাজ।।
পসার ণাম্বাআঁ থোহ ডহরার মাঝে। পাণি ফুটি সিঞ্চ তোহ্মে না করিহ লাজে।। ৩
বাহিআঁ নিবোঁ নাঅ উভ কেরোআলে। নিমিষেক নহিবেক চাপায়িবোঁ কূলে।। ধ্রু
নটক কাহ্নাঞিঁ সুন মোর সত্য বাণী। পসার ণাম্বাইতেঁ নাএ নাহিঁ ঠায়িখানী ।।
যমুনার ঢেঊ দেখী হালএ পরাণী। কার বাপেঁ সিঞ্চিবেক আধ নাঅ পাণী।। ৪
ঘাটে ঘাটিআল হআঁ হেন তোর কাজ। ভাঙ্গা নাএ পার হৈতেঁ না বাসসি লাজ ।। ধ্রু
মুগধী গোআলিনী কাজনা বুঝসি। কোণহোঁ জরমেঁ নাএ পার নাহিঁ হসি।।
নাঅ পাতিল আহ্মে তোহ্মার কারণে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে ।। ৫
ঘরক যাহ রাধা যদি না হইবেঁ পার। দানের আন্তরে দেহ সরস শৃঙ্গার।। ধ্রু
পাহাড়ীআরাগঃ ।। চিত্রক লগনী ।। একতালী ।।

১৬৫ – আনেক যতনে নাঅ গঢ়িলেঁ

আনেক যতনে নাঅ গঢ়িলেঁ। জীবার আন্তরে ঘাটে পাতিলেঁ।।
যমুনার জলে লৈলেঁ আধিকার। সকল লোকেরেঁ করসি পার ।।১
কেহ্নে বোলহ মোরে মিছা বচন। নাঅ পাতিলী আহ্মার কারণ ।। ধ্রু
সহ্মা কইলেঁ পার আপণ মনে। আহ্মার বেলে বোলহ হেন কেহ্নে।।
শকত আছিল নাঅ এখনে। এখনে ভাঁগিল সেনা কেহ্নমনে ।। ২
বুঝিতেঁ নারোঁ মো তোহ্মার মনে। অন্তর হালএ তোর বচনে।।
সরূপ কহ যবেঁ কহ বনমালী। তবেঁ তোর নাএ চড়ে গোআলী।। ৩
ভাল নাঅ নাহিঁ তোহোর বদনে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে।।৪
শৌরীরাগঃ ।। রুপকং ।।

১৬৬ – মৃগমদ কুচযুগ গগন মাঝার

মৃগমদ কুচযুগ গগন মাঝার। তহিত নক্ষত্রগণ গজমুতীহার।।
তাত তিখ নখরেখ চান্দের আকার। দেখিআঁ সরস চিত্ত মজিল আহ্মার ।। ১
দেখআঁ রূপ যৌবন তোহ্মার যমুনাজলে লৈল আধিকার।।ধ্রু
ষোল শত গোপী মাঝেঁ তোহ্মে আগুআন। ষোল শত কতুঘাটে মোর মাহাদান।।
শুন সুন্দরি মোর বোল পরমান। হএ নহে তত্ব রাধা লোকমুখেঁ জাণ ।। ২
শুন ল সুন্দরি রাধা পাঞ্জীর বিচার। হের দধি ঘৃত দুধ ষোলের পসার।।
ভাণ্ড মাথে ষোল পন দান আহ্মার। বাহুর বলয় নিবোঁ সাতেসরী হায়।। ৩
নিজ হিত চন্দ্রাবলী মনে পরিভাষ। তোর বস ভৈল ত্রিভুবনের বাঅ।।
সুন্দর কাহ্নক রাধা দেহ আলিঙ্গন। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ ।। ৪
দেশাগরাগঃ ।। রুপকং ।।

১৬৭ – বসসি তোঁ আরে কাহ্ন সজনসমাজে
বসসি তোঁ আরে কাহ্ন সজনসমাজে। শুনিআঁ কি বুলিব তোহ্মারে সব রাজে।।
পাপ পুণ্যের কাহ্ন করহ বিচার। কোমণ পরাণে কাহ্নাঞিঁ আছে পরদার ।। ১
বুঝিল বুঝিল কাহ্নাঞিঁ চরিত তোহ্মার। নির্ম্মল শরীরে কেহ্নে কর পরদার ।। ধ্রু
ক্ষত্রিয় মারিআঁ তোহ্মে নিক্ষত্রি কইলেঁ। আপণার মুখে তোহ্মে আপণে কহিলেঁ।।
ঘাটে দানী হআঁ তোএঁ করসি সংঘট। তিরীত উপর এবেঁ তোর মুনিষট।। ২
আহ্মার আইহন বীর ময়মত হাথী। দোষ পাইলেঁ নাকেঁ কানে করে সাথী।।
তাহাক না মানি মোরে গেল তোর মন। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ ।। ৩
রামগিরীরাগঃ ।। আটতালা ।।

১৬৮ – বচনেক বোলোঁ শুন চন্দ্রাবলী রাণী

বচনেক বোলোঁ শুন চন্দ্রাবলী রাণী। যাবত পবনে ঢেঊ নাহিঁ বান্ধে পাণী ।। ১
তাবত তোহ্মাক পার করোঁ না বাহিআঁ। দধির পসার নাএ চড়াহ আসিআঁ ।। ২
আহ্মাক ছাড়িআঁ পার সব সখি গেলা। হাট উখুড়িবে প্রচুর ভৈল বেলা।। ৩
হেন গুণী মনত চঢ়িলী রাধা নাএ। দধির চুপড়ী রাধা থুইল ডহরাএ ।।৪
না জাণিআঁ তত্ব চড়িতেঁ বুইলোঁ নাএ। হেন ভাঙ্গা নাএ চঢ়িতে না জুআএ।। ৫
এভোঁহো সুন্দরি রাধা মনে কর সার। ও পার জাইবেঁ কিবা থাকিবেঁ এ পার।। ৬
ঝাঝর নাঅ মাঝত লএ পাণী। হেন নাঅ তোহ্মার বচনে চক্রপাণী ।। ৭
একলী চঢ়িলোঁ আর নামায়িলোঁ পসার।
আতি সাবধানে কাহ্নাঞিঁ কর মোরে পার।। ৮
আহ্মার বচন শুন আইহনের রাণী। বুম্বুকে উথলে জল ঝাঁট মার পাণী।। ৯
সত্বর হআঁ রাহি থাক মাঝ নাএ। এখনে করিবোঁ পার নাহিঁ কিছু ভএ ।। ১0
মাঝ যমুনাত বড় বাত ভআঁ গেল। পর্ব্বত সমান ঢেঊ নাঅত লাগিল ।। ১১
বাহা বাহা করি তবেঁ রাধিকা ফুকরে। বারেক কর মোর পরাণ ঊদ্ধার ।। ১২
আকাশ পরসি যবেঁ ঢেঊ আইসে। রাধার বদন চাহাঁ কাহ্নাঞিঁ হাসে ।। ১৩
কি বুধি করিবেঁ রাধা কোণ পরকার। মাঝ যমুনাত নাঅ না চলে আহ্মার।। ১৪
না জাণো দিশ বিদিশ লাগে বড় ডরে। তিরীবধ দিবোঁ কাহ্নাঞিঁ তোহ্মার উপরে।। ১৫
দশনেত তৃন করি বোলোঁ মো তোহ্মারে। যেই চাহ সেহি দিবোঁ কর মোরে পারে।। ১৬
সাবধান হআঁ মোর বোল শুন রাহী। তোহ্মে আহ্মে আছি এথাঁ আর কেহো নাহীঁ।। ১৭
দুতরে তারিবোঁ তোক না করিহ ডর। সরস শৃঙ্গর দেহ নাএর ভিতর।।১৮
ধারেঁ ঝরেঁ রাধিকার নয়নের পাণী। আধিক করুণা করে চন্দ্রবলী রাণী।। ১৯
কাহ্নের বচনে রাধা পড়িলী তরাসে। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে।।২0
পাহাড়ীআরাগঃ ।। প্রকীণ্ণ ।। লগনী ।। একতালী।।

অথ রাধে পুরে পয়ঃ পুরোভবকৃতে দরে।
কুরু প্রাণপরিত্রাণকারণং বচনং মম।।

১৬৯ – নাঅ খেআইলোঁ রাধা না পায়িলোঁ

নাঅ খেআইলোঁ রাধা না পায়িলোঁ কুল। যমুনাক মান রাধা ফুল সিন্দুর।।
বাতকোঁঅরক মান সাতেসরী হার। কাহ্নাঞিঁকে মান রাধা সরস শৃঙ্গার।। ১
পাঞ্চ পাটের নাঅ মন্থায়িল বাএ। নিষধিতেঁ আল রাধা চঢ়িলা নাএ।।ধ্রু
তোর দৈবদোষে রাধা বহে হেন বাএ। এ কুল ও কুল দুঈহো নাহিঁ চলে নাএ।।
নাঅ বাহিতেঁ মোএঁ হরিলোঁ শকতী। নাঅত চঢ়িলা রাধা আপণ কুমতী।। ২
তোর রূপ যৌবনে মোহিত জগতনাথ। নাঅ বাহিতেঁ নাহিঁ চলে দুঈ হাথ।।
অবল হৈলোঁ তোর সখি করি পারে। অধর আমিআঁ দেহ বল হঊ মোরে।।৩
ভুজে ভিডি আলিঙ্গন দেহ একবার। চিত্তের হরিষে কাহ্নাঞিঁর করু তোরে পার।।
বিমতী তেজিআঁ মোর ধর এ বচন। গাইল বড়ু চণ্ডীদাস রাসলীগণ।।৪
রামগিরীরাগঃ আঠতালা।।

১৭0 – মনগমনে চলে নাখানী তোহ্মার

মনগমনে চলে নাখানী তোহ্মার। আপণে কাহ্নাঞিঁ তাত ভৈলা কাণ্ঢার ।।
নাঅত চঢ়িলোঁ কাহ্ন তোর সত্য বোলে।
মাঝ যমুনাত তোহ্মে না করিহ বলে।। ১
পার কর নারায়ন বড়ায়ির সঙ্গে জাইবোঁ। যমুনাত পার হয়িলেঁ আলিঙ্গন দিবোঁ ।। ধ্রু
সাত ঘটি গেল হএ দুঅজ পহর। গোঠে হৈতেঁ আসিবে গোআল মোর ঘর ।।
ঘরে না দেখিআঁ বড় খঙ্গায়িবে মোরে। দয়া ধরম কি না বসে তোহ্মারে।।২
গোসাঞিঁ সোঁঅরি কাহ্নাঞিঁ ঝাঁট বাহ নাএ। মাঝ যমুনাত বহে খর বড় বাএ।।
যমুনার জলে টলমল করে নাএ। চম্‌কী চমকী উঠি মোর প্রাণ জাএ।। ৩
ষোল শত গোপী মোর রহি চাহে বাটে। মোহোর করমে নাএ ভাঁগিল পাটে।।
একবার রাখ কাহ্নাঞিঁ আহ্মার জীবন। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণ।।৪
ভৈরবীরাগঃ ।। একতালী ।।

১৭১ – আতি বড় গরুঅ তোহ্মার পয়োভার

আতি বড় গরুঅ তোহ্মার পয়োভার। তাহার দুঅজ আর গজমুতীহার।।
সংসারের মাঝে রাধা দুলহ জীবন। হার পেলাহ পাতল হঊ তন।।১
খর সোঁত পাণী রাধা বড় বহে বাএ। এহাতে ধরহ রাধা আহ্মার উপাএ ।। ধ্রু
আয়র গরঅ তোর নিতম্ব জঘন। [৮৩/১] তাহাত বান্ধিল রাধা কনক রসন ।।
বান্ধন খসাআঁ রাধা পেলা আভরণ। সংশয় বেলাতে তবেঁ কিসকে যতন ।। ২
গাঅ বেঢ়িল তোর দীঘল বসনে। তীন ভাগ চিরী তাক পেলাহ এখনে।।
আঅর পেঅহ রাধা দধির পসারা। কিছু পাতল হঊ মোর নাঅভরা।। ৩
পাঞ্চ পাটের নাঅ গাতর ভরা। হৃদের কাঞ্চুলী রাধা যমুনাত পেলা।।
তবেঁ সুখেঁ পার হৈবেঁ এহি ভাঙ্গা নাএ। বাসলী শিরে বন্দী চণ্ডীদাস গাএ ।। ৪
গুজ্জরীরাগঃ ।। যতিঃ ।।

কৃষ্ণস্য বাচমাচম্য রাধা দরভয়াতুরা।
তত্যাজ যমুনানীরে ভূষণং বসনন্তনোঃ ।।

১৭২ – যবেঁ রাধা গোআলিনী পাতল

যবেঁ রাধা গোআলিনী পাতল কৈল গাএ। হেহে লহে।
তবে হিঅ হিঅ বুলী কাহ্ন বাহে নাএ।। হেহে লহে লহে।। ১
আকাশের তারা যেন ছুটি গেল নাএ। অধ নদী গেলেঁ পুণি বহে ঘর বাএ।। ২
রাধাএঁ বুলিল কাহ্ন ঝাঁট বাহি যা। ঢেঊ দেখি মোর হালে সব গা।। ৩
দুতরত পার কর একবার কাহ্ন। পার হৈলেঁ তোর বোল না করিবোঁ আন ।।৪
নাঅ টলবলাএ আধিকে দামোদর। দুগুন বাঢ়িল রাধিকার মণে ডর।। ৫
কাহ্নের মনত ভৈলমদনবিকার। ছল করি টালিলেক রাধার পসার।। ৬
তখন ছড়ায়িল ঘৃত দধি ঘোল। ডর পায়ি রাধা কাহ্নাঞিঁকে মাঙ্গে কোল।।৭
কোলে কর কাহ্নাঞিঁ বড়ায়ি জুনী জাণে। বড়ায়ি জাণিলে জাণে কংস আইহনে।। ৮
এ বোলে সুণিআঁ কাহ্নাঞিঁ মনের হরিষে। নাঅ ডুবায়িআঁ রাধা কোলে করি ভাষে।। ৯
আলিঙ্গন পাইল কাহ্নাঞিঁ রাধার তরাসে। বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে।। ১0
ভাঠিআলীরাগঃ ।। লঘুশেখরঃ ।। দণ্ডকরঃ ।।

১৭৩ – দধি দুধ নঠ কৈলেঁ কাহ্নাঞিঁ ল

দধি দুধ নঠ কৈলেঁ কাহ্নাঞিঁ ল মোর ডুবাইলেঁ পসার।
বলে জলে কোলে কৈলে কাহ্নাঞিঁ ল কৈলেঁ বড়ই খাঁখার।।১
সব সখি দেখে মোর কাহ্নঞিঁ ল না তুলিহ জলের উপর ।। ধ্রু
যত ছিল মনে তোর কাহ্নাঞিঁ ল চিরকাল মনোরথ।
তাহার কারণে কৈলেঁ কাহ্নাঞিঁ ল মোরে মরণের পথ।। ২
যে কর সেকর তুঞিঁ মোরে জলের ভিতর।
হোর সব সখিজন দেখে তাক মোর ডর ।। ৩
কিবা সুখ পাইলেঁ তোহ্মে এহা জলের ভিতর।
গাইল বড়ু চণ্ডীদাস দেবী বাসলীবর ।। ৪
কোড়রাগঃ ।। লঘুশেখরঃ ।।

১৭৪ – দৃঢ় ভুজযুগে ধরি কৈল আলিঙ্গনে

রাধিকাবাচমাচস্য রসাবেশবশো হরিঃ।
পয়োন্তরগতামেতাং চিরমেবমধারযৎ।।

দৃঢ় ভুজযুগে ধরি কৈল আলিঙ্গনে। রাধার বদনে কাহ্নাঞিঁ কইল চুম্বনে।।
কুচ কনককমলকোরক আকর। ঘন ঘন মরদিল কাহ্নাঞিঁ রাধার ।। ১
তখন পাইল কাহ্নাঞিঁ যতেক হরিষে। তাহাক বুলিতেঁ নারী সকল বএসে।। ধ্রু
নাগর সুন্দর কাহ্নাঞিঁ কৈল নখঘাত। তখণে গুণিল রাধা মনে পাঞ্চ সাত।
রাধার মনত তবেঁ জাগিল মদন। উরস্থলে কৈল রাধা দৃঢ় আলিঙ্গন ।। ২
ধীরেঁ ধীরেঁ পরসিআঁ রাধার জঘন। সরূপেঁ সফল কাহ্নাঞিঁ মানিল জীবন।।
রাধার নিতম্বে কাহ্নাঞিঁ দিল ঘন নখে। চমকি করিল রাধা আতি রতি সুখে।। ৩
জলের কারণে ভৈল বিলম্ব সুরতী। তাতে জগন্নাথ পাইল আধিক পিরিতী।
তবেঁ রাধিকাক কৈল যমুনার পারে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবরে।। ৪
রামগিরীরাগঃ।। আঠতাল ।।

অধুনা যমুনামধ্যে কৃষ্ণেন কৃতদূষণাং
বিলোক্য জ রাধামিদং বচনমাদধে ।।

১৭৫ – খদিরকুসুমমালা আঊলাইল চিকুরে

খদিরকুসুমমালা আঊলাইল চিকুরে। হৃদয়ের মাঝে তোর কেহ্নে নাহিঁ হারে।। ১
তাক দেখি নাতিনী মো পাইলোঁ ঊল্লাসে। বড় ভাগে হৈলা পার যমুনার জলে।। ধ্রু
ভাঁগিল বলয় তোর নাহিঁক বসনে। হেন বুঝোঁ জলে তোর বিগুতিল কাহ্নে।। ২
কুচে নখরেখ তোর নিরস আধরে। সব বিপরীত দেখোঁ দেহভারে।। ৩
সরূপ বচন কহ আহ্মার থানে। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগণে।। ৪
রামগিরীরাগঃ ।। রূপকং ।।

১৭৬ – তোক ছাড়ী বড়ায়ি কেমনে জায়িবোঁ

তোক ছাড়ী বড়ায়ি কেমনে জায়িবোঁ ঘর। হেন চিন্তি চঢ়িলোঁ মো নাএর উপর।।
কথো দূর খেআইলে নাঅ চক্রপাণী। ঝাঝর নাঅ নৈল চারি পাসে পাণী ।। ১
বড়ায়ি বড় ভয় পাইলোঁ যমুনার জলে।
পার কৈল মোকে ভালে কাহ্নাঞিঁ গোআলে।। ধ্রু
গাতরভরা রাধা পেলা আভরণে। পাণিফুটি মার আহ্মাক বুইল কাহ্নে।।
আচম্বিত খরতর বাহিলেক বাঅ। মাঝ যমুনাত ডুবিআঁ গেল নাঅ।। ২
ডুবিআঁ মরিতোঁ যবেঁ না থাকিত কাহ্নে। আহ্মা লআঁ সান্তরিআঁ রাখিল পরাণে।।
এবার কাহ্নাঞিঁ বড় কৈল উপকার। জরমেঁ সুঝিতেঁ নারোঁ এ গুন তাহার ।। ৩
আঅর বড়ায়ি মোর উপজিল ডরে। পসার ডুবিল মোর জলের ভিতরে ।।
কোণ পরকারেঁ আজি জাইবোঁ নিজ ঘর। গাইল বড়ু চণ্ডীদাস বাসলীবর।। ৪
কহূগুজ্জরীরাগঃ ।। রূপকং ।।

১৭৭ – রাধার বচন শুণীআঁ বড়ায়ি

রাধার বচন শুণীআঁ বড়ায়ি বুলিল সব সখিজনে।
ডুবিল রাধার সকল পসার ঘর জাইবে কোন মনে।। ১
সকল সখিএঁ যুগতী করিআঁ মণত করিল সার।
আপণ আপণ দধি দুধ দিআঁ রাধার কৈল পসার ।। ২
বড়ায়ি রাধা আর সখিগণ চলিল মথুরা পুরে।
ঘৃত দধি দুধ ঘোল বিচিআঁ জাইতেঁ মন কৈল ঘরে।। ৩
বড়ায়ি নদীর ঘাটত গিআঁ নাঅ চাহিলান্ত কাহ্নে ।। ৪
জলতে গপতে রাখিআঁ ছিল আর বড় নাঅ কাহ্নে।
তাহাত চড়াআঁ একই বারে পার কৈল গোপীগণে।। ৫
আঞ্জলী বান্ধিআঁ সহ্মারে কাহ্নাঞিঁ বুইল বিনয়বচনে।
হেলা না ছাড়িহ আহ্মাক প্রতি খণ্ডী সব দোষ গুণে।। ৬
হেন শুণিআঁ বুইল কাহ্নের চরণ ধরী।
পুরুবেঁ নিলেঁ মোর আলঙ্কার যত কিছুই না দেহ মুরারী ।।৭
সদয় হৃদয় হআঁ কাহ্নাঞিঁ দিল রাধার আভরণ।
সব সখিজনে ঘরক গেলা হআঁ হরষিত মন।। ৮
আপণ ঘরক গেলা কাহ্নাঞিঁ বন্দিআঁ বড়ায়ির পাএ।
বাসলীচরণ শিরে বন্দিআঁ বড়ু চণ্ডীদাস গাএ।। ৯
কোড়ারাগঃ ।। প্রকীণ্ণ লগনী ।। দণ্ডকাঃ ।।

বৃদ্ধয়া সহিতা রাধা গেহং গত্বাভিমান্যবে।
জগাদ যমুনাপারগমনাযোগ্যতাশতং ।। ১
ততোভিমন্যুনা মোহান্নিষিদ্ধা মতুরাগতৌ।
চক্রে প্রাবৃষি তক্রাদিবিক্রয়ং গৃহ এব সা।। ২