রাধার কাকুতি করিছে আরতি “শুনহ নাগর রায়। বুঝি হেন মন লইবে পরাণ হেন বুঝি অভিপ্রায়।। এবার বাঁচাহ জীব যতকাল ঘুষিব তোমার গুণে। কিসের কারণ এত অপমান করহ আপন মনে।।” কানু কহে তাহে “তখনি বলেছি ভাঙ্গা নৌকাখানি মোর। তোমরা গোয়ালী ছেনা দুগ্ধ খেয়ে আছে অঙ্গ ভারি তোর।। মোর ভাঙ্গা নায়ে এত কিবা সহে না’খানি ডুবিতে চায়। […]
keyboard_arrow_right