তোর রতি আশোআশেঁ গেলা অভিসারে। সকল শরীর বেশ করী মনোহরে।। না কর বিলম্ব রাধা করহ গমনে। তোহ্মার সঙ্কেতবেণু বাজাএ যতনে।। কালিনীর তীরে বহে মন্দ পবনে। তোহ্মাক চিন্তিতেঁ আছে নান্দের নন্দনে।।ধ্রু।। তোর তনুগত রেণু চলিল পবনে। তাহাকো করএ কাহ্ন আতি বহুমানে।। পাখি বসিতেঁ তরুপাতচলনে। তোহ্মার গতি শঙ্কিআঁ রচয়ে শয়নে।। চাহে দশ দিশ কাহ্ন চকিতে নয়নে। কত […]
keyboard_arrow_right