কৃষ্ণ বলরাম চলিলা তুরিতে যথা যজ্ঞপত্নী রহে। তথা দুই ভাই চলিলা সঘনে দুয়ারে যাইয়া রহে।। দেখিলা ব্রাহ্মণী কৃষ্ণ বলরাম পুলকে পূরিত অঙ্গ। গদ গদ ভাবে কহিতে লাগিলা “কিবা শুভদিন রঙ্গ। আজু বড় শুভ করম ফলিল ভাগ্যের নাহিক সীমা। নয়ন ভরিয়া দেখিলাম আঁখে রামকৃষ্ণ দুই জনা।। কহ কহ কেনে এলে দুই জনে কি হেতু ইহার শুনি।” […]
keyboard_arrow_right