সই, কি আজু দেখিল রঙ্গ। আজু গিয়াছিনু যমুনার কূলে দুই চারি জন সঙ্গ।। এক কালা দেহ, বসন ভূষণ চূড়াটি টলিয়া বামে। হেরম্ব অনুজ তাহে আরোপিত বেড়িয়া কুসুমদামে।। তার মাঝ দিয়া ময়ূরের পাখা হেলিছে দুলিছে বায়। যেমন রবির সুতার তরঙ্গ লহরী তেমতি প্রায়।। তাহে শশধর মলয় চন্দন তার মাঝে গোরোচনা। তাহার সৌরভ পেয়ে অলিকুল করে আসি […]
keyboard_arrow_right