• শুনিয়া শ্রীদামের কথা অন্তরে পাইয়া বেথা
    শুনিয়া শ্রীদামের কথা অন্তরে পাইয়া বেথা কহে তুমি যাহ পুনর্ব্বার। যাঁহা যজ্ঞপত্নী রহে কহ কৃষ্ণ অন্ন চাহে শুনিলে নৈরাশ নহে আর।। শুনি আর বার ধাই যজ্ঞপত্নী স্থানে যাই কৃষ্ণআজ্ঞা কহিলা সত্বর। কহি তোমাদের আগে রামকৃষ্ণ অন্ন মাগে ইথে মোরে কি কহ উত্তর।। শুনি কৃষ্ণপরসঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ থরে থরে থালী সাজাইয়া। দিব্য অন্ন ভরি ভরি […] keyboard_arrow_right
  • শ্রীদাম সুদামে ডাকি কহয়ে কানাই
    শ্রীদাম সুদামে ডাকি কহয়ে কানাই। যাজ্ঞিক নিকটে চাহি অন্ন আন যাই।। কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণগণ আগে। রামকৃষ্ণ ক্ষুধায় তোমারে অন্ন মাগে।। শুনিয়া শ্রীদাম গিয়া মুনি বরাবর। রামকৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তর।। মুনি কহে কোন রামকৃষ্ণ কহ শুনি। বলে ব্রজরাজসুত পরিচয় জানি।। অরুণনয়নে মুনি সক্রোধ বচন। যজ্ঞঅগ্রভাগ চাহে গোপের নন্দন।। দেবতারে অন্ন নাহি করি সমর্পণে। […] keyboard_arrow_right
  • শ্রীনন্দনন্দন করি গোচারণ
    শ্রীনন্দনন্দন করি গোচারণ মলিন ও মুখ-শশী। সঙ্গে হলধর সব সহচর বংশীবটতলে বসি।। সকল রাখাল ক্ষুধায় আকূল কহয়ে তেজিয়া লাজ। হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ে রাখালরাজ।। বটু কহে ভাই অন্ন খাইতে চাই যদি খাওয়াইতে পার। তবে সুখ পাই গোধন চরাই কিছু না চাহিয়ে আর।। বটুর বচন শুনিয়া তখন হাসি নবঘন শ্যাম। এ উদ্ধবদাস চির দিন […] keyboard_arrow_right
  • সকল রমণিগণ ছোড়ি বরনাগর
    সকল রমণিগণ ছোড়ি বরনাগর রাইক কর ধরি গেল। বনে বনে ভ্রমই কুসুমকুল তোড়ই কেশবেশ করি দেল। চলইতে রাই চরণে ভেল বেদন কান্ধে চঢ়ব মন কেল। বুঝইতে ঐছে বচন বহু-বল্লভ নিজ তনু অলখিত ভেল।। না দেখিয়া নাহ তাহিঁ ধনি রোয়ত হা প্রাণনাথ উতরোলে। ব্রজ-রমণীগণ না দেখিয়া মন-দুখে ভাসল বিরহহিলোলে।। উদ্দেশে কোই কোই বনে পরবেশিয়া হেরল রোদতি […] keyboard_arrow_right
  • সঙ্কেতকুঞ্জে রাই উতকণ্ঠিত
    সঙ্কেতকুঞ্জে রাই উতকণ্ঠিত শুনইতে শ্যামরচন্দ। সচকিত হৃদয়ে মনহি দুখ মানল জানল হবে কিয়ে দ্বন্দ্ব।। ঐছন ভাবি নিদান। সো সুখবিলাস ছোড়ি বর নাগর তুরিতহি কয়ল পয়াণ।।ধ্রু।। দ্রুত চলি যাই রাই নিয়ড়ে পুন ঠাড়ই থরহরি কাঁপি। হেরইতে নাহবদন বররঙ্গিণি মুখ ফেরি কছু না আলাপি।। মানিনি হেরি ফেরি রসশেখর করযোড়ে সমুখে দাঁড়াই। অবনত বদন কয়ল তব মানিনি উদ্ধবদাস […] keyboard_arrow_right
  • সহচর লৈয়া যেখানে বসিয়া
    সহচর লৈয়া যেখানে বসিয়া আছয়ে নাগররাজ। দূতী দ্রুতগতি যাইয়া নয়ন- ইঙ্গিতে কহল কাজ।। চতুর নাগর ধরি তার কর নিরজনে চলি যাই। কি লাগি বিরস বদন তোহারি বিবরি কহ বুঝাই।। সখী কহে শুনি শুকের শবদ আন সঞে তুয়া কাম। সহজে মানিনী ভৈগেল দ্বিগুনি না শুনে তোহারি নাম।। এত শুনি হরি ব্যাজ পরিহরি মিলল রাইক পাশ। হেরি […] keyboard_arrow_right
  • সায়ংকালে সুবদনী নানা উপহার আনি
    সায়ংকালে সুবদনী নানা উপহার আনি তুলসীর হস্তে সমর্পিলা। কৃষ্ণ লাগি পাঠাইয়া অবশেষে আনাইয়া সখী সহ ভোজন করিলা।। কৃষ্ণ গৃহে স্নান করি বসন ভূষণ পরি উপহার করিলা ভোজন। তবে গো দোহন কাজে আইলা ধেনু-শালা মাঝে গাবীগণ করিলা দোহন।। পুন নিজগৃহে আইলা রাজসভা মাঝে গেলা যেখানে বসিয়া নন্দরায়। নানা বাদ্য গীত নাচ নানা ছন্দ পড়ে ভাট শুনিলেন […] keyboard_arrow_right
  • সুন্দরি দুরে কর বিপরীত রোষ
    সুন্দরি দুরে কর বিপরীত রোষ। বনচর পাখি- বচন শুনি মানিনি না বিচারি গুণ কিয়ে দোষ।। যো যৈছে পাখিক পাঠ পঢ়ায়ত তৈছন কহতহিঁ ভাখি। কাহা সোই কাহা মুঞি কাহা বিলসন ভই এ তুয়া সহচরি সাখী।। তুহুঁ যব মোহে ছোড়ি সুখ ধরি হাম নাহি ছোড়ব তোয়। তুয়া পদনখমণি- হার হৃদয়ে ধরি দিশি দিশি ফীরব রোয়।। এত শুনি […] keyboard_arrow_right
  • হিমঋতু সময়ে সঙ্কেতকুঞ্জে ধনি
    হিমঋতু সময়ে সঙ্কেতকুঞ্জে ধনি তুয়া লাগি করত বিলাপ। ঘোর বিরহজরে জরজর মানস শিশিরহি থরথর কাঁপ।। রীতু বসন্ত বিবিধ ফুল বিকসিত ফাগুয়া খেলই রঙ্গে। সো বরনারি তোহারি লাগি ঝুরত রোয়ত সহচরি সঙ্গে।। গিরিষ সময়ে তনু গলি গলি পড়ু মহি ঘামই বিরহ-হুতাশে। বর্ষা ঋতু ভেল ঝরয়ে নয়নে জল দুখসায়রে ধনি ভাসে।। নিরমল শরদচাঁদ হেরি সো ধনি সোঙরিয়া […] keyboard_arrow_right
  • হিমঋতু হিমকর হিমময় বাত
    হিমঋতু হিমকর হিমময় বাত। তাহে বিরহজরে থর থর গাত।। এ হরি কত সহুঁ অবলা নারি। বিরহক বেদন সহই না পারি।। দীঘল রজনি তুরিতে না পোহায়। ছট ফট করি নিশি জাগিয়া গোঙায়।। পুরুবরভস মনে হয় উপনীত। উচস্বরে তবহি রোয়ে বিপরীত।। জীবন ধরয়ে তুয়া প্রতিআশে। তোহারি চরণে কহ উদ্ধবদাসে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ