• রাধা রাণি শ্যাম রসরাজ
    রাধা রাণি শ্যাম রসরাজ। বৃন্দাদেবী রচিত রাজআসন রঙ্গ হিণ্ডোরক মাঝ।।ধ্রু।। বাজত কিঙ্কিণি নূপুর সুমধুর। নটত হার মণিমাল। মধুকরনিকর রাগ জনু গায়ত গুনগুন শবদ রসাল।। সমুখা সমুখি হেরই পরস্পর। দুহুঁজন হসিত বয়ান। দোলালম্বিত কুসুমপত্রযুত শাখা বীজনক ভান।। দুহুমন রীঝে ভিজি রসবাদর আদর কো করু ওর। উদ্ধব দাস আশ করি হেরইতে সখি সঞে যুগল কিশোর।। keyboard_arrow_right
  • রাধাকুণ্ড সন্নিধানে হর্ষবর্ষদ বনে
    রাধাকুণ্ড সন্নিধানে হর্ষবর্ষদ বনে বকুল কদম্ব তরুশ্রেণী। বান্ধিয়াছে দুই ডালে রক্তপট্টডোরি ভালে মাঝে মাঝে মুকুতা খিচনি।। পুষ্পদল চূর্ণ করি সূক্ষ্ম বস্ত্র মাঝে ভরি সুকোমল তূলী নিরমিয়া। পাটার উপরে মড়ি ডুরিবন্ধ কোণা চারি কৃষ্ণ আগে উঠিলেন গিয়া।। রাইকর আকর্ষণ করি অতি হর্ষমন তুলিলেন হিন্দোলা উপরি। করপুটে আঁটি ডোরি দোলাপাটে পদ ধরি সমুখাসমুখি মুখ হেরি।। হেন কালে […] keyboard_arrow_right
  • রাধামাধব সখিগণ সঙ্গ
    রাধামাধব সখিগণ সঙ্গ। নাহি উঠল তিরে মোছল অঙ্গ।। সভে মেলি কয়ল বসন পরিধান। করতহিঁ বহুবিধ বেশ বনান।। বৈঠল দুহুঁ জন নিরজনকুঞ্জে। রতনপীঠ পর আনন্দপুঞ্জে।। বহু উপকার তাহি আনি দেল। ভোজন কয়ল সখীগণ মেল।। ভোজন সারি শয়নপরিষঙ্কে। নাগরি শূতল নাগরঅঙ্কে।। ললিতা তাম্বূল বীড় বনাই। উদ্ধবদাস কবে দেওব যোগাই।। keyboard_arrow_right
  • রাধামুখ কঙল বিমল
    রাধামুখ কঙল বিমল নিরখি চিত রিঝাওয়ে। কোটি চন্দ্র কোটি ভানু মদন ছবি নিছাওয়ে।। ভাল সুন্দর অতি মনোহর কুবলয় দলনয়নী। অধর অরুণ মুকুতা দশন হাস অমিয়া বয়নী।। শ্রবণভূখণ জিনি রবিছবি বেশরযুত নাসা। ঘন মৃগমদতিলক অলক খলিত চাঁচর কেশা। জিনি নবঘন নীল বসন গলে গজমোতি হার। ত্রিভূবন মন মোহিনি রূপ উদ্ধব বলি হার।। keyboard_arrow_right
  • রাধার প্রেমের ভরে বিনোদ নাগর
    রাধার প্রেমের ভরে বিনোদ নাগর। ধরি সুবলের করে কাতর অন্তর।। দোঁহে চলি আয়ল নিকুঞ্জক মাঝ। রাইকুণ্ডতীরে সে বসিলা রসরাজ।। বৃন্দা দেখি তহিঁ মীলল যাই। তাহে মিনতি বহু করল কানাই।। শুনি আওল সোই রাইক পাশ। উদ্ধব দাস কহ মধুরিম ভাষ।। keyboard_arrow_right
  • রাসবিলাসে মুগধ নটরাজ
    রাসবিলাসে মুগধ নটরাজ। যূথহি যূথ রমণিগণ মাঝ।। চুম্বয়ে রময়ে সবহুঁ সমভাব। হেরইতে সুবদনি ভেল বিভাব।। কোপে কমলমুখি করল পয়ান। বৈঠলি তিমিরকুঞ্জে করি মান।। মণ্ডলি ছোড়ি রাই যব গেল। হেরি নাগরবর চমকিত ভেল।। আকুল গোকুলবল্লভ কান। ছাড়ি সব রঙ্গিণি করল পয়ান।। বিলপই মনমথবাণে ভই খীণ। ঢুঁড়ই সবহুঁ কুঞ্জে মতিহীন।। রাই না পাই যাই এক কুঞ্জ। রোয়ত […] keyboard_arrow_right
  • রাসবিহারে মগন শ্যাম নটবর
    রাসবিহারে মগন শ্যাম নটবর রসবতি রাধা বামে। মণ্ডলি ছোড়ি রাইকর ধরি হরি চললি আন বন-ধামে।। যব হরি অলখিত ভেল। সবহুঁ কলাবতি আকুল ভেল অতি হেরইতে বন মাহা গেল।।ধ্রু।। সখিগণ মেলি সবহুঁ বন ঢুঁড়ই পূছই তরুগণ পাশ। কাঁহা মঝু প্রাণনাথ ভেল অলখিত না দেখিয়া জিবন নিরাশ।। কহ কহ কুসুমপুঞ্জ তুহুঁ ফুল্লিত শ্যামভ্রমর কাহাঁ পাই। কোন উপায়ে […] keyboard_arrow_right
  • শুন শুন কহি পরাণ সজনি
    শুন শুন কহি পরাণ সজনি আজুক স্বপনরীত। পিয়া আসি মোরে আলিঙ্গন করে আনন্দে আকুল চীত।। বদনে বদন করয়ে চুম্বন অধরে অধর দিয়া। ভুজে ভুজে বান্ধি উরে উরে ছান্দি হিয়ার উপরে হিয়া।। হেনই সময়ে চেতন হইল বুঝিতে নারিলুঁ কাজ। কিয়ে হয়ে নহে এমত করয়ে নিচয়ে নাগররাজ।। বিধির বিধান কি জানি কেমন সেহ কি এমন হবে। এ […] keyboard_arrow_right
  • শুন শুন নীলজ কান
    শুন শুন নীলজ কান। কৈছন মুরলিক গান।। চন্দ্রাবলি বলি গীত। এ কিয়ে চপল চরীত।। শুনি ধনি কয়লহি মান। কি করবি অব সমাধান।। শুনি হরি সচকিত ভেল। সো সখি সঞে চলি গেল।। নাগর হেরইতে রাই। অধিক রোখ নিরমাই।। সমুখে যুড়িয়া দুই হাত। নাগর কহে মৃদু বাত।। হাম করু তুয়া গুণ গান। না বুঝি করসি তুহুঁ মান।। […] keyboard_arrow_right
  • শুন শুন সখি তোহারে কহিয়ে
    শুন শুন সখি তোহারে কহিয়ে আজুক রভস কেলি। পিয়ার সহিতে খেলিতে খেলিতে ভৈগেলুঁ একই মেলি।। আবির লইয়া নয়ানে দেওল করে কচালিয়ে আঁখি। হেনই সময়ে বয়ান চুম্বয়ে তারে কেহুঁ নাহি দেখি।। পিচকারি যেন বরখিয়ে ঘন অরুণ বরণ নীর। পুরুষ কি নারী চিনিতে না পারি ঐছন ভেল গভীর।। হেন বেলে পিয়া নিয়ড়ে আসিয়া হাসিয়া কয়ল কোর। এ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ