রাধাকুণ্ড সন্নিধানে হর্ষবর্ষদ বনে বকুল কদম্ব তরুশ্রেণী। বান্ধিয়াছে দুই ডালে রক্তপট্টডোরি ভালে মাঝে মাঝে মুকুতা খিচনি।। পুষ্পদল চূর্ণ করি সূক্ষ্ম বস্ত্র মাঝে ভরি সুকোমল তূলী নিরমিয়া। পাটার উপরে মড়ি ডুরিবন্ধ কোণা চারি কৃষ্ণ আগে উঠিলেন গিয়া।। রাইকর আকর্ষণ করি অতি হর্ষমন তুলিলেন হিন্দোলা উপরি। করপুটে আঁটি ডোরি দোলাপাটে পদ ধরি সমুখাসমুখি মুখ হেরি।। হেন কালে […]
keyboard_arrow_right