• যব দুহুঁ নিজ পদে চালে হিঁডোর
    যব দুহুঁ নিজ পদে চালে হিঁডোর। সখি না ঝুলায়ই তেজল ডোর।। হেরত দোহেঁ দোহাঁ নয়নবিভঙ্গ। দুহুঁ তনু মুকুরে হেরই দুহুঁ অঙ্গ।। দুহুঁ রূপ হেরি দুহুঁ হেরই না পায়। দরশনভঙ্গে খেদ জনমায়।। তৈখনে ছোড়ল দীঘ নিশ্বাস। দুহুঁ তনু মলিন রূপ পরকাশ।। পুন ধনি হরিষে কানুমুখ হেরি। উলসি হিন্দোলা চালায়ে পুন বেরি।। তরল দোলে ধনি চমকয়ে জানি। […] keyboard_arrow_right
  • যমুনা সমীপ নীপ তরু হেলন
    যমুনা সমীপ নীপ তরু হেলন শ্যামর মুরলিক রন্ধে। রাধা চন্দ্রা- বলিত বিমলমুখি গাওয়ে গীত পরবন্ধে।। শুনি ধনি রাই রোখে ভেল গর গর থর থর কম্পিত অঙ্গ। চন্দ্রাবলি বলি বংশী বাজাওত বিলসয়ে তাকর সঙ্গ।। এত কহি মানে মলিন ভেল বিধুমুখ ঢর ঢর অরুণ নয়ান। কহতহি চপল- চরিত সঞে পিরীতি আজু হোয়ল সমাধান।। রাইক নিরস বচন শুনি […] keyboard_arrow_right
  • যাঁহা সখিগণ সব রাই বুঝায়ত
    যাঁহা সখিগণ সব রাই বুঝায়ত তুরিতে আওল তাঁহা কান। হেরইতে কমল- বয়নি ধনি মানিনি অবনত করল বয়ান।। হেরইতে নাগর গদগদ অন্তর মন মাহা ভেল বহু ভীতে। গলে পীতাম্বর চরণ-যুগল ধর কহতহি গদগদ চীতে।। সুন্দরি করহ মুঝে মান। নিরহেতু হেতু জানি তুহুঁ রোখলি প্রতিবিম্ব হেরি কহ আন।।ধ্রু।। তুয়া বিনে নয়নে আন নাহি হেরিয়ে না কহিয়ে আন […] keyboard_arrow_right
  • রজনিক শেষে অলসযুত দুহুঁ তনু
    রজনিক শেষে অলসযুত দুহুঁ তনু বৈঠল কুসুমিত শেজে। সকল সখীগণ বেঢ়ল চৌদিগে অঙ্গ অলস নাহি তেজে।। অপরূপ রাধামাধবরঙ্গ। থীর বিজুরি সঞে জনু নব-জলধর মোড়ই কতহুঁ বিভঙ্গ।।ধ্রু।। বদনহি আধ আধ বচনামৃত শুনইতে শ্রবণ জুড়ায়। রতনদীপ করে মঙ্গল আরতি ললিতা করতহিঁ তায়।। আর সখিগণ সময়োচিত রাগিণি সুস্বরে করতহি গান। উদ্ধবদাস পাশ রহি ইঙ্গিতে বাসিত বারি যোগান।। keyboard_arrow_right
  • রসবতি যাই রসিকবর ঠাম
    রসবতি যাই রসিকবর ঠাম। শ্যামতনুমুকুরে হেরই অনুপাম।। নিজ প্রতিবম্ব শ্যাম অঙ্গে হেরি। রোখি কহত ধনি আনন ফেরি। নাগর এত কিয়ে চঞ্চল ভেলি। হামারি সমুখে করু আন সঞে কেলি।। এত কহি রাই করল তহিঁ মান। আন ঠামে চললি উপেখিয়া কান।। সহচরিগণ তব কতয়ে বুঝায়। উদ্ধব দাস মিনতি করু পায়।। keyboard_arrow_right
  • রসিক নাগর সাজি বাজিকর
    রসিক নাগর সাজি বাজিকর সঙ্গেত সুবল সখা। ঢোলক বাজাইয়া দড়ি দড়া লৈঞা ভানুপুরে দিলা দেখা।। ধূলা মাখি গায় জুপুপ ঝুলায় নটপটি পাগ শিরে। সুবল সখার কান্ধে দিয়া ভার নামাইলা ধীরে ধীরে।। কুহক লাগাইয়া ঝুলি যে খুলিয়া মুকুতা বাহির করে। উগারে বদনে বহুমূল্য ধনে রাখে সব থরে থরে।। পেটে গুয়া দিয়া বাঁশেতে চড়িয়া ঘুরয়ে কতেক পাকে। […] keyboard_arrow_right
  • রাইক বেশ বনাইয়া কান
    রাইক বেশ বনাইয়া কান। হেরইতে ধনিমুখ সজলনয়ান।। কক্খটি বানরি তরুপর থারি। জটিলা গমন পুন কহয়ে ফুকারি।। শুনইতে দুহুঁ জন চমকিত চীত। বেশ বিভূষণ ভেল বিপরীত।। ভরমহি পীতাম্বর লেই রাই। তুরতহি কুঞ্জক বাহির যাই।। নীল ওঢ়নি লেই চলু তব কান। উদ্ধবদাস হেরি বিরস বয়ান।। keyboard_arrow_right
  • রাইকুণ্ড তিরে শ্যামর গোরি
    রাইকুণ্ড তিরে শ্যামর গোরি। কুঞ্জে পীঠ পর আনন্দে ভোরি।। বহু উপহার ফলাদি রসাল। সমুখহি ভরি ভরি কাঞ্চন থাল।। বৃন্দা পুন পুন সব পরিবেশে। ভোজন করিয়া স্বাদু পরশংসে।। ভোজন সারি আচমন কেল। রূপমঞ্জরি দোঁহে তাম্বূল দেল।। ললিতা রতনদীপ করে লাই। আরতি করি দুহুঁ বদন নিছাই।। সখিগণ কুসুম বরিখে দুহুঁ অঙ্গে। গাওত কোই বাজাওত রঙ্গে।। চন্দ্রবদনে দুহুঁ […] keyboard_arrow_right
  • রাখালে রাখালে মেলা খেলিতে বিনোদ খেলা
    রাখালে রাখালে মেলা খেলিতে বিনোদ খেলা অতিশয় শ্রম সভাকার। ননীর পুতলী শ্যাম রবির কিরণে ঘাম স্রবে যেন মুকুতার হার।। শ্রীদাম আসিয়া বোলে বৈসহ তরুর তলে কানাই হইবে মাঠে রাজা। যমুনাপুলিনে ভাই কংসের দেহাই নাই কেহু পাত্র মিত্র কেহু প্রজা।। বনফুল আন যত সপত্র কদম্প শত অশোক পল্লব আম্র-শাখা। শুনি শ্রীদামের কথা সকল আনিল তথা নবগুঞ্জাগুচ্ছ […] keyboard_arrow_right
  • রাধা প্যারি সহ খেলত নন্দদুলাল
    রাধা প্যারি সহ খেলত নন্দদুলাল। অরুণিত মরকত অরুণ হেমযুত ঐছন মূরতি রসাল।।ধ্রু।। অরুণাম্বরধর শোহে কলেবর অরুণ মোতি মণিমাল। নটপটি পাগ উপরে শিখিচন্দ্রক ওড়নি রঙ্গ গুলাল।। দুহুঁ করে আবির দুহুঁ অঙ্গে ডারত পিচকা রঙ্গে পাখাল। অরুণিত যমুনা পুলিন কুঞ্জবন অরুণিত যুবতীজাল।। অরুণিত তরুকুল অরুণ লতা ফুল অরুণ ভ্রমরগণ ভাল। অরুণিত শারী শুক শিখি কোকিল উদ্ধব ভণিত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ