রাধা প্যারি সহ খেলত নন্দদুলাল। অরুণিত মরকত অরুণ হেমযুত ঐছন মূরতি রসাল।।ধ্রু।। অরুণাম্বরধর শোহে কলেবর অরুণ মোতি মণিমাল। নটপটি পাগ উপরে শিখিচন্দ্রক ওড়নি রঙ্গ গুলাল।। দুহুঁ করে আবির দুহুঁ অঙ্গে ডারত পিচকা রঙ্গে পাখাল। অরুণিত যমুনা পুলিন কুঞ্জবন অরুণিত যুবতীজাল।। অরুণিত তরুকুল অরুণ লতা ফুল অরুণ ভ্রমরগণ ভাল। অরুণিত শারী শুক শিখি কোকিল উদ্ধব ভণিত […]
keyboard_arrow_right