মধ্যাহ্ন সময়ে রাই সূর্য্যের মণ্ডপে যাই পূজাসজ্জ তাহাই রাখিয়া। সখীগণ করি সঙ্গে কৃষ্ণ দরশন রঙ্গে কুণ্ডতীরে মিলিলা আসিয়া।। দুহুঁ দুহাঁ-দরশনে নানা ভাববিভূষণে ভূষিত হইয়া শ্যাম গোরি। সকৌতুকে কুন্দলতা যজ্ঞ বিধানের কথা পুষ্পদানে বাঁশী গেল চুরি।। হিন্দোলা অরণ্যলীলা তবে মধুপান কৈলা রতিযুদ্ধ করি জলখেলা। ভোজন শয়ন করি পাশক্রীড়া শুক-শারী পাঠ শুনি সূর্য্যালয়ে গেলা।। কৃষ্ণ ব্রহ্মচারী হৈয়া […]
keyboard_arrow_right