প্রকট শ্রীখণ্ডবাস নাম শ্রীমুকুন্দ দাস ঘরে সেবা গোপীনাথ জানি। গেলা কোন কার্য্যান্তরে সেবা করিবার তরে শ্রীরঘুনন্দনে ডাকি আনি।। ঘরে আছে কৃষ্ণসেবা যত্ন করি খাওয়াইবা এত বলি মুকুন্দ চলিলা। পিতার আদেশ পাঞা সেবার সামগ্রী লৈয়া গোপীনাথের সমুখে আইলা।। শ্রীরঘুনন্দন অতি বয়ঃক্রম শিশুমতি খাও বলে কান্দিতে কান্দিতে। কৃষ্ণ সে প্রেমের বশে না রাখিয়া অবশেষে সকল খাইলা অলক্ষিতে।। […]
keyboard_arrow_right