• দোলা অতিশয় বেগ লাগি দুহুঁ
    দোলা অতিশয় বেগ লাগি দুহুঁ নিজ নিজ পদযুগে চাপি। দুহুঁ কর ডোরহিঁ ডোর ঝুলায়ত গাওত মধুর আলাপি।। এক বেরি উধ উঠতহি পুন অধ খরতর চালয়ে দোল। দুহুঁ রূপমাধুরি হেরইতে সহচরি পরমানন্দে বিভোল।। শ্যামর গোরি গোরি পুন শ্যামর কবহুঁ উপর কভু হেঁট। অনুপম কান্তি কৌতুক সুবিথারল দুহুঁক হার দুহুঁ ভেট।। রাইক মোতিমহার শ্যামউরে নৃত্য কয়ল পরতেক। […] keyboard_arrow_right
  • নবগোরোচন জিনিয়া বরণ
    নবগোরোচন জিনিয়া বরণ তপত কাঞ্চনগোরি। ইন্দীবরবর প্রবরঅম্বর শোভিত নবকিশোরি।। সীঁথে রচিত মণি। বেণি ব্যালাঙ্গনাফণা জিনি। উপমার ঘটা প্রহারিয়া ছটা ও চাঁদবদনখানি।। নবেন্দুনিন্দিত ভাল সুদীপত কস্তুরিতিলক শোভা। ভুরু সুবলনি কামধনু জিনি অলকা চঞ্চলপ্রভা।। আঁখি চারু চকোরি। ঘন কাজর তহিঁ উজোরি। তিলফুলজিত নাসাগ্র শোভিত মুকুতা উজোর-কারি।। অধর বান্ধুলি জিনি কুন্দ-কলি মুকুতা দশনপাঁতি। রতনে জড়িম কর্ণিকার হেম শোভিত […] keyboard_arrow_right
  • নবঘন জিনি তনু দখিণ করেতে বেণু
    নবঘন জিনি তনু দখিণ করেতে বেণু সুবলের কান্ধে বামভুজ। চূড়া বান্ধা শিখিপুচ্ছ বরিহা মালতীগুচ্ছ ভাঙ ভৃঙ্গ নয়ান অম্বুজ।। অলকা তিলক ভালে কাণে মকরকুণ্ডলে পাকা বিম্বু জিনিয়া অধর। দশন মুকুতা পাঁতি কম্বুকন্ঠ শোভে অতি মণিরাজ হিয়া পরিসর।। বনমালা তহিঁ লম্বে সারি সারি অলি চুম্বে ক্ষীণ কটি সুপীতি বসন। নাভি সরোবর পাশে ত্রিবলীলতিকা ভাসে মগন রমণী মীন […] keyboard_arrow_right
  • নাগর অতি বেগে দোলা ঝুলায়
    নাগর অতি বেগে দোলা ঝুলায়। অথির রাই সখি নিষেধয়ে তায়।। ধনি বিগলিতবেণী। শিথিল রাই কুচকঞ্চুক উঢ়নী।। মণিঅভরণ খসই। উড়য়ে বসন হেরি নাগর হসই।। শ্রমজলে তনু ভরই। কনয়াকমল কিয়ে মকরন্দ ঝরই।। এ অতি অপরূপ শোভা। এ উদ্ধবদাস ভণ কানুমনলোভা।। keyboard_arrow_right
  • নাগরি নাগর অরুণ বসন ধর
    নাগরি নাগর অরুণ বসন ধর শ্রমভরে ঝর ঝর ঘাম। দুহু মুখইন্দু বিন্দু বিন্দু চূয়ত অরুণিত মুকুতা-দাম।। দুহুঁ মন আনন্দপুঞ্জে। বহুবিধ খেলি হেলি দুহুঁ দুহুঁ তনু বৈঠল নিরজন কুঞ্জে।।ধ্রু।। রতন সিংহাসন আসন মণিময় ফুলচয় রচিত সুঠান। সকল সখীগণ করতহিঁ সেবন সময়োচিত যত জান।। বারি ঝারি ভরি দেই গুণমঞ্জরি কোই সখি চামর ঢুলায়। সুরঙ্গ অধরে কোই তাম্বূল […] keyboard_arrow_right
  • নিজ প্রতিবিম্ব রাই যব শূনল
    নিজ প্রতিবিম্ব রাই যব শূনল অবনত করু মুখ লাজে। নিরহেতু হেতু জানি হাম রোখলুঁ তেজলুঁ নাগররাজে।। এত কহি রাই চীরে মুখ ঝাঁপল বয়নে না নিকসয়ে বাণী। রসিক শিরোমণি কোরে আগোরল রাইক অন্তর জানি।। অপরূপ প্রেমক রীত। সবহুঁ সখীগণ চীত পুতলি যেন হেরত দুহুঁক চরীত।।ধ্রু।। শুন সভে হাসি মন্দির সঞে নিকসল দুহুঁ জন ভেল এক ঠাম। […] keyboard_arrow_right
  • নিশি অবসানে বৃন্দাবন জাগল
    নিশি অবসানে বৃন্দাবন জাগল সকল সখীগণ মেল। নিভৃত নিকুঞ্জদ্বার করি মোচন মন্দির মাহা চলি গেল।। রতন পালঙ্কে শূতি রহু দুহুঁ জন অতিশয় আলসে ভোর। ঘনদামিনি কিয়ে মরকত কাঞ্চন ঐছন দুহুঁ দুহুঁকোর।। বিগলিত বেণি চারু শিখিচন্দ্রক টূটল মণিময় হার। পহিরণ বসন আধ ভেল বিচলিত চন্দন আভরণভার।। অতিসুখ ভঙ্গভয়ে সব সখিগণ বিহিক দেই বহু গারি। ইহ সুখরজনি […] keyboard_arrow_right
  • নিশি পরভাতে শেজ সঞে উঠল
    নিশি পরভাতে শেজ সঞে উঠল নন্দালয়ে নন্দলাল। মঙ্গল আরতি করত যশোমতি দীপ উজারল কাঞ্চনথাল।। পাখালিয়া বদন দশনগণ মাজল জননিক যতনে নবনি খির খাই। এক দণ্ড দিন ভৈ গেল তৈখনে দ্বিতীয়ে গোদোহন গো-গৃহে যাই।। তৃতীয়ে সখা সহ বৎসক লালন বৃষে বৃষে যুদ্ধ কেলি কত ঠান। চারি দণ্ড দিন গৃহে আওল পুন সুগন্ধি তৈল নিরে করল সিনান।। […] keyboard_arrow_right
  • পঞ্চবাণধারী পরমন্দকারী
    পঞ্চবাণধারী পরমন্দকারী তোরে বা বলিব কি। তোর আকর্ষণে পিরীতের ফাঁদে আমি সে ঠেকিয়াছি।। এত দিনে তোর মরম বুঝিলুঁ অনঙ্গ তোহারি নাম। অঙ্গ বা থাকিলে আর কি হইত কি জানি কি গুণগাম।। মনের মাঝারে পশিয়া নারীর সরম করিলি দূর। তার প্রতিফল হইবে তোমার কহিলুঁ বচন গূঢ়।। কালার পিরীতি লাগি তোর শরে কাতর হৈয়াছি আমি। কহয়ে উদ্ধব […] keyboard_arrow_right
  • পনস পিয়াল চূতবর চম্পক
    পনস পিয়াল চূতবর চম্পক অশোক বকুল বক নীপ। একে একে পূছিয়া উত্তর না পাইয়া আওল তুলসি সমীপ।। জাতি যূথি নবমল্লিক মালতি পূছল সজল-নয়ানে। উত্তর না পাই সতিনি সম মানই দূরহিঁ করল পয়ানে।। পুন দেখে তরুকুল অতিশয় ফলফুল ভরে পড়িয়াছে মহিমাঝ। কানুক হেরি প্রণাম করল ইহ এ পথে চলল ব্রজরাজ।। এত কহি বিরহে বেয়াকূল অতিশয় ব্রজরমণীগণ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ