জয় রে জয় রে শ্রী নিবাস নরোত্তম রামচন্দ্র শ্রীগোবিন্দদাস। জয় শ্রীগোবিন্দ গতি অগতি জনার গতি প্রেমমূরতি পরকাশ।। শ্রীদাস গোকুলানন্দ চক্রবর্ত্তী শ্রীগোবিন্দ শ্রীরামচরণ শ্রীল ব্যাস। শ্যামদাস চক্রবর্ত্তী কবিরাজ নৃসিংহ খ্যাতি কর্ণপুর শ্রীবল্লবীদাস।। শ্রীগোপীরমণ নাম ভগবান গোকুলাখ্যান ভক্তি-গ্রন্থ কৈলা পরকাশ। প্রভুর প্রেয়সী রামা শ্রীগৌরাঙ্গপ্রিয়া নামা জাজীগ্রামে সতত বিলাস।। শ্রীমতী দৌপদী আর শ্রীঈশ্বরী খ্যাতি যাঁর গৌরপ্রেম ভক্তিরসে ভাসে। […]
keyboard_arrow_right